তারকাদের মধ্যে কে বা কারা হচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য

তারকাদের মধ্যে কে বা কারা হচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকোলাজ

দেড় দশক ধরে দেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত জাতীয় সংসদ নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কেউ জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন, আবার কেউ হেরেছেন।

জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে। তাঁদের মধ্যে লাকী ইনাম, সুজাতা বেগমের মতো বরেণ্য শিল্পীরা যেমন আছেন, তেমনি আছেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর কিংবা নুসরাত ফারিয়ার মতো তারকারা। তবে শেষ পর্যন্ত কে বা কারা সংরক্ষিত আসনে চূড়ান্ত মনোনয়ন পান, তা জানতে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুবর্ণা মুস্তাফা

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংরক্ষিত নারী আসনে সাংস্কৃতিক অঙ্গন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনুর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ।

লাকি ইনাম
ছবি: প্রথম আলো

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একটি সূত্রে শোনা যাচ্ছে, সংরক্ষিত নারী আসনে লাকী ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, গতবারের সংরক্ষিত নারী আসন থেকে লাকী ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ছিল। তাই এবার তাঁর সম্ভাবনাটা খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নুসরাত ফারিয়া। ফেসবুক থেকে

এদিকে বিভিন্ন সূত্র এ–ও জানিয়েছে, সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তি মনোনয়ন পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সে ক্ষেত্রে শমী কায়সার ও তারিন জাহানের নামও আলোচনায় আছে। লেখক ও সাহিত্যিকদের মধ্যে বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেনের নাম আলোচনায় আছে। তবে যে যা–ই ধারণা করুক না কেন, চূড়ান্ত ফল জানার আগে অনেক হিসাব–নিকাশ বদলেও যেতে পারে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।