প্রেম, বিচ্ছেদ, অ্যালকোহলে বারবার আলোচনায় এই নায়িকা

কখনো আবেদনময়ী হয়ে তালিকায় জায়গা করে নেওয়া, কখনো সুন্দর মনের মানুষ, কখনো সিনেমার আয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রেম, বিচ্ছেদসহ ক্যারিয়ারে নানা ঘাত–প্রতিঘাত পেরোনো এই জনপ্রিয় নায়িকা ক্যামেরন ডিয়াজের আজ জন্মদিন। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন জানা-অজানা কথাগুলো।
১ / ৬
১৫ বছর বয়সেই মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তখন থেকেই প্রচুর অ্যালকোহল গ্রহণ করতেন। অনিয়ন্ত্রিত এক জীবন ছিল তাঁর। একবার দ্বিগুণ মদ খেয়ে অ্যালকোহল বিষক্রিয়ায় শিকার হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা।
ছবি: আইএমডিবি
২ / ৬
প্রায়ই আঘাত পেয়ে নাক ভাঙা যেন নিয়মে পরিণত হয়েছিল। একবার অ্যালকোহল গ্রহণের পর এবং একবার সার্ফিংসহ মোট চারবার তাঁর নাক ভেঙেছিল। নাক ভেঙে যাওয়ায় সার্জারিও করাতে হয়।
ছবি: আইএমডিবি
৩ / ৬
অভিনেত্রী হিসেবে তাঁর সিনেমাগুলো একসঙ্গে সর্বাধিক আয়ে রেকর্ড গড়েছিল। তাঁর সিনেমাগুলোর আয় তিন বিলিয়ন ডলারের বেশি। যা খুব কম নারী শিল্পীরই রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৬
‘দ্য মাস্ক’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বেশির ভাগ সিনেমায় ব্যবহৃত জুতা পরবর্তী সময়ে ব্যক্তিগত প্রয়োজনে নিজেই ব্যবহার করতেন। শুটিং থেকে কস্টিউম তিনি সংরক্ষণ করে রাখতেন।
ছবি: আইএমডিবি
৫ / ৬
ম্যাট ডিলনের সঙ্গে প্রেম নিয়ে ক্যারিয়ারের শুরুতে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। তাঁদের বিচ্ছেদ হয়। পরে আলোচনায় আসেন ২০০৩ সালে জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনে। চার বছর পরে তাঁদের বিচ্ছেদ হয়। আবার তিনি প্রেমে পড়েন। ২০১৫ সালে তিনি গিটারিস্ট বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৬ / ৬
১৯৯৪ সালে সিনেমায় নাম লিখিয়েই সফলতার দেখা পান। সে বছর ‘দ্য মাস্ক’ সিনেমাটি সর্বাধিক আয় করা ১০টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছিল। পরে আর পেছনে তাকাতে হয়নি। ‘চার্লিস অ্যাঞ্জেলেস’, ‘ভ্যানিলা স্কাই’ ‘মাই বেস্ট ফ্রেন্ডস উইডিং’কাজগুলো দিয়ে তিনি আলোচনায় আসেন। হঠাৎ অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ক্যামেরুন ডিয়াজ। ১০ বছর পরে এ বছর ফিরেছেন।
ছবি: আইএমডিবি