শুকাই গেছ কেন, মোটা হয়েছ কেন—এসব প্রশ্ন করা মানুষকে কী বলবেন জানালেন জয়

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শাহরিয়ার নাজিম জয়, সাইমন সাদিক, তানজিন তিশাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
চিত্রনায়ক সাইমন সাদিক নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না। বেশ কয়েক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তবে ফেসবুকে বেশ সরব এই তারকা। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ওজন বহন করছে নাকি থাবার শিকার, এই জানাটা জরুরি! না জেনে, না বুঝে আমরা কত কিছুই বলে ফেলি! মন চাইল আর বলে ফেললাম, এটার উপমা তো আমি হতে পারি না।’
২ / ৬
মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘পর্দায় নিখুঁত দৃশ্য, পর্দার বাইরে পরিশ্রমের গল্প।’
৩ / ৬
অনুষ্ঠানে অংশ নিতে ঈদের আগে অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা গিয়েছিলেন কানাডায়। ঈদের পর দেশে ফিরেছেন তাঁরা। আবার কাজে ব্যস্ত হচ্ছেন। এর মধ্যে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ‘ইনসাফ’ ছবিটি। এদিকে মোশাররফ করিমকে নিয়ে তাঁর অভিনয়শিল্পী স্ত্রী রোবেনা রেজা একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ঘোরাঘুরি’।
৪ / ৬
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও আলোচিত শাহরিয়ার নাজিম জয়। তিনি ফেসবুকে নিজের একটি মতামত তুলে ধরেছেন। লিখেছেন, ‘শুকাই গেছ কেন? মোটা হয়েছ কেন? এমন হয়েছে কেন তোমার অবস্থা? এসব প্রশ্ন করা মানুষগুলোকে বলবেন, আরে আপনার কপালে তো মশা। তখন সে নিজের কপাল নিজে থাপড়াবে। আপনাকে আর কষ্ট করতে হবে না।’
৫ / ৬
তানজিন তিশা কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করছেন। আজ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ভঙ্গিমা নয়, অনুভূতিই মুখ্য।’
৬ / ৬
স্বামীর সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে চিত্রনায়িকা শিরিন শিলা লিখেছেন, ‘রঙিন জীবনটা সারা জীবন ধরে রাখতে চাই।’