‘কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয়’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী পূজা চেরি, নাদিয়া, গায়িকা লিজাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
চিত্রনায়িকা পূজা চেরি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসলে তা আপনাকে শক্তি দেয়, আর কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয়।’ এমন স্ট্যাটাসের নিচে ভক্তের মন্তব্য, ‘কার প্রেমে পড়েছেন পূজা?’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
আজ অভিনেত্রী রুনা খানের জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে শুভকামনা জানিয়ে সহশিল্পী মনিরা মিঠু লিখেছেন, ‘তোমার সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি। খুব মনে পড়ে সেই সব দিনগুলো! পুরো কুয়াকাটা আমরা আমাদের সন্তানদের নিয়ে ঘুরে বেড়িয়েছি। সারা জীবন মনে থাকবে। সেই কত বছর আগে, তোমার দেওয়া ঝুমকা পরে আমি সব অনুষ্ঠানে যাই। তুমি খুব আকর্ষণীয়, মিষ্টি, মেধাবী এক অভিনেত্রী।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
দুই মেয়েকে এবার মালয়েশিয়ার পড়াশোনার জন্য ভর্তি করিয়েছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট একটা হৃৎপিণ্ড কিন্তু হৃদয়টা এত বড়! স্বপ্নগুলোও সেই হৃদয়ের আকাশে অনেক বড় বড় পাখা মেলে উড়তে থাকে! দেখতে চায় সে কতটা পথ পাড়ি দিতে পারে।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কয়েক দিন আগেই মা হয়েছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি এবার বেবিবাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই নীরব অপেক্ষার মাঝেই লুকিয়ে ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ (সানাহ এর জন্য অপেক্ষার দিনগুলোতে)।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
গায়িকা লিজার কনসার্টের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘দিনটা ভীষণ ব্যস্ত ছিল। একটার পর একটা শো। শেষ পর্যন্ত দুটোই সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখানোর জন্য আমার সহশিল্পী লুইপা এবং সুন্দরী উপস্থাপিকা শ্রাবণের প্রতি বিশেষ ধন্যবাদ।’
ছবি: ফেসবুক থেকে