অমিত হাসানের ৩৩ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম

অমিত হাসান
ছবি : প্রথম আলো

পারিবারিক কাজে এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন চিত্রনায়ক অমিত হাসান। সম্প্রতি দেশে ফিরেছেন। সিনেমার মানুষ অমিত হাসান দেশে ফিরেই গত রোববার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘অপারেশন জ্যাকপট’। এই ছবিতে তাঁকে জেনারেল মো. আতাউল গনি ওসমানীর চরিত্রে দেখা যাবে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পারাটা অভিনয়জীবনের সৌভাগ্য মনে করছেন তিনি।

আশির দশকের মাঝামাঝি এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে ঢালিউড পায় চিত্রনায়ক অমিত হাসানকে। ১৯৯০ সালে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র ‘চেতনা’। এর পর থেকে আজও অভিনয় করে চলেছেন। ৩৩ বছরের দীর্ঘ অভিনয়জীবনে এবারই প্রথম ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন এই ঢালিউড তারকা। আগামী ৬ জানুয়ারি থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন অমিত হাসান।

অমিত হাসান
ছবি : সংগৃহীত

‘অপারেশন জ্যাকপট’ ছবিটি নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা হয় অমিত হাসানের। তিনি বললেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। তবে এটি সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র। এ কারণে উচ্ছ্বাসটা একটু বেশিই।’

আরও পড়ুন
অমিত হাসান
ছবি: সংগৃহীত

কথায় কথায় অমিত হাসান বললেন, ‘চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এম এ জি ওসমানীর জীবন সম্পর্কে এখন নানাভাবে জানার চেষ্টা করছি। আগে হয়তো জেনারেল ওসমানীর নাম শুনেছি, এটুকুই ছিল। কিন্তু নিজেই যেহেতু সেই চরিত্র পর্দায় উপস্থাপন করতে যাচ্ছি, তাঁকে তো ভালোভাবে জানতে হবে। তাঁর কিছু ভিডিও পেয়েছি, সেসব দেখছি। তিনি কীভাবে হাঁটাচলা করতেন, কথা বলতেন, এসব বোঝার চেষ্টা করছি। এরপর অভিনয়ের বিষয় তো সংলাপের ওপর, পরিচালকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেব। একজন অভিনয়শিল্পী হিসেবে এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার মনে করছি।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অমিত হাসান ‘বিট্রে’ ও ‘যন্ত্রণা’ নামে দুটি ছবির শুটিং শেষ করেন। শুটিং শেষ করলেও ডাবিংয়ের কাজ শেষ করতে পারিনি। শিগগিরই এসব কাজ করবেন। অমিত হাসান অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হচ্ছে শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’।