তারকাদের নিয়ে কী বলছে চ্যাটজিপিটি

ঢাকাই সিনেমার তারকারাছবি: কোলাজ
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আলোড়ন চলছে বিশ্বজুড়ে, সাধারণ নিবন্ধ থেকে গল্প-কবিতার মতো সৃজনশীল রচনা কিংবা যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত নজর কেড়েছে চ্যাটবটটি। ঢাকাই চলচ্চিত্রের পাঁচ অভিনেতা ও পাঁচ অভিনেত্রীকে জানতে অভিন্ন প্রশ্নের আলোকে চ্যাটজিপিটির কাছে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে এই প্রতিবেদনে।
শাকিব খান
ছবি: সংগৃহীত
‘শাকিব খান বাংলাদেশের শীর্ষ নায়কদের একজন, তিনি দর্শকমহলে “কিং খান” নামেও পরিচিত। শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ, নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে “অনন্ত ভালোবাসা” সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। দুই যুগের ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি

শাকিব খানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন শুভেচ্ছা দূত হিসেবে দাবি করেছে চ্যাটজিপিটি। তাঁকে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনয়শিল্পীর একজন হিসেবেও উপস্থাপন করে চ্যাটবটটি দাবি করছে, তাঁর সম্পদের পরিমাণ মিলিয়ন ডলারের মতো।

তথ্য যাচাই: শাকিব খানের জন্মসাল, জন্মস্থান, প্রথম সিনেমা, পুরস্কার নিয়ে সঠিক তথ্য দিয়েছে চ্যাটজিপিটি। তবে শাকিব খানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণার দাবিটি ভুয়া। তাঁর সম্পদের পরিমাণের যে ধারণা দেওয়া হয়েছে, তার সত্যতা যাচাই করা যায়নি।
জয়া আহসান
ছবি: সংগৃহীত
‘বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন জয়া আহসান। ১৯৭৬ সালের ৩১ জুলাই ঢাকায় তাঁর জন্ম। ২০০৭ সালে ‘এই ঘর এই সংসার’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে জয়ার। এরপর বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। বহুমাত্রিক অভিনয়ের জন্য পরিচিত এ শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার পেয়েছেন। অভিনয়ের বাইরে শাস্ত্রীয় নৃত্যে পারদর্শিতা রয়েছে তাঁর।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: জয়া আহসানের জন্ম ৩১ জুলাই নয়, ১ জুলাই। জন্মসালের তথ্যের সত্যাসত্য নিশ্চিত হওয়া যায়নি। ‘এই ঘর এই সংসার’ নামের কোনো সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান, এই নামে নির্মিত একটি সিনেমা ১৯৯৬ সালে মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত তারকা সালমান শাহ ও বৃষ্টি। অভিনয়ের বাইরে তিনি শাস্ত্রীয় নৃত্য করেন কি না—সেই খবরও জানা যায়নি।
আরিফিন শুভ
ছবি: সংগৃহীত
‘আরিফিন শুভ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতাদের একজন। তাঁর কয়েকটি সিনেমা সমালোচকের কাছে প্রশংসা পেয়েছে, বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে। তিনি ২০০৬ সালে অভিনয় শুরু করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: আরিফিন শুভর জন্মসাল, জন্মস্থান, প্রথম সিনেমার নামবিষয়ক কোনো তথ্য দেয়নি চ্যাটজিপিটি, তবে তাঁর পুরস্কারের তথ্য সঠিক।
অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত
‘অপু বিশ্বাস বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। ১৯৮১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামে তাঁর জন্ম। ২০১০ সালে “নবাব” সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: অপু বিশ্বাস ১৯৮১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামে নয়, ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। ‘নবাব’ নামে কোনো সিনেমায় অভিনয়ই করেননি তিনি। ২০০৫ সালে মুক্তি পাওয়া নির্মাতা আমজাদ হোসেনের সিনেমা ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় নাম লেখান অপু বিশ্বাস।
পরীমনি
ছবি: সংগৃহীত
‘পরীমনি বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। তাঁর জন্ম ১৯৯০ সালের ৯ নভেম্বর, সিলেটে। ২০১৪ সালে “বাঙালি বাবু ইংলিশ মেম” নামের একটি সিনেমায় অভিনয় করে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন তিনি। বহুমাত্রিক অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: পরীমনির জন্ম ৯ নভেম্বর সিলেটে নয়, ২৪ অক্টোবর পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের নানাবাড়িতে। ক্যারিয়ারে ‘বাঙালি বাবু ইংলিশ মেম’ নামের কোনো সিনেমায় অভিনয় করেননি আলোচিত এ অভিনেত্রী। যে সিনেমার কথা বলা হচ্ছে, সেটি একটি ভারতীয় সিনেমা। টিভি নাটকে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি।
সিয়াম আহমেদ
ছবি: সংগৃহীত
‘সিয়াম আহমেদ বাংলাদেশে শীর্ষ অভিনেতাদের একজন। তাঁর জন্ম ১৯৯১ সালের ১ জানুয়ারি, ঢাকায়। ২০১২ সালে “লাভ মারেজ” সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: সিয়াম আহমেদের জন্ম ১ জানুয়ারি নয়, ২৯ মার্চ। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ ম্যারেজ’ নামের কোনো সিনেমায় অভিনয় করেননি সিয়াম। ‘লাভ ম্যারেজ’ সিনেমায় আসলে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সিয়ামের প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছে ২০১৮ সালের ১৬ জুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজের বিষয়ে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশ করেছেন সিয়াম। প্রথম আলোকে তিনি জানান, শুভেচ্ছাদূত হিসেবে তিনি কখনোই কাজ করেননি।
শবনম বুবলী
ছবি: সংগৃহীত
‘শবনম বুবলী বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। তাঁর জন্ম ১৯৯০ সালের ১৯ মার্চ, নারায়ণগঞ্জে। ২০১৫ সালে “আমার আছে জল” সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: বুবলীর জন্ম ১৯ মার্চ নারায়ণগঞ্জে নয়, ২০ নভেম্বর নোয়াখালীতে। বুবলী ‘আমার আছে জল’ নামের কোনো সিনেমায় অভিনয় করেননি, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি। নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম। বুবলী মেরিল প্রথম আলো পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি।
বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত
‘বিদ্যা সিনহা মিম বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। ১৯৮৫ সালের ১৯ নভেম্বর নারায়ণগঞ্জে জন্ম তাঁর। ২০০২ সালে “দেবদাস” সিনেমায় দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন।’
চ্যাটজিপিটি
তথ্য যাচাই: ১৯ নভেম্বর নারায়ণগঞ্জে নয়, মিমের জন্ম ১০ নভেম্বর রাজশাহীতে। তিনি ‘দেবদাস’ নামের কোনো সিনেমায় অভিনয় করেননি। ২০০৮ সালে ‘আমার আছে জল সিনেমা’ দিয়ে বড় পর্দায় নাম লেখান। তাঁর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার তথ্য সঠিক।
জায়েদ খান
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান সম্বন্ধে জানতে নিয়ে জানতে চাইলে চ্যাটজিপিটি বলিউড অভিনেতা জায়েদ খানের ফিরিস্তি তুলে ধরেছে। এরপর ঢালিউডের জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে আরও সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়। এবার আগের ভুল উত্তরের জন্য দুঃখ প্রকাশ করে চ্যাটজিপিটি; জানায় বলিউডের জায়েদ খান ও ঢালিউডের জায়েদ খান এক ব্যক্তি নয়। চ্যাটবটটি লিখেছে, ‘দুর্ভাগ্যবশত আপনি যে জায়েদ খানের কথা বলছেন তাঁকে নিয়ে কোনো তথ্য পাইনি। তিনি হয়তো কোনো এক সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে থাকবেন, তবে আমি বিস্তারিত কোনো তথ্য দিতে পারছি না।’

‘দুর্ভাগ্যবশত আপনি যে জায়েদ খানের কথা বলছেন তাঁকে নিয়ে কোনো তথ্য পাইনি। তিনি হয়তো কোনো এক সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে থাকবেন, তবে আমি বিস্তারিত কোনো তথ্য দিতে পারছি না।’
চ্যাটজিপিটি
শরীফুল রাজ
ছবি: সংগৃহীত

তরুণ অভিনেতা শরীফুল রাজকে নিয়ে জানতে চাইলে চ্যাটজিপিটি জানিয়েছে, তাঁকে নিয়ে কোনো তথ্য উদ্ধার করতে পারছে না। আরও সুনির্দিষ্ট করে ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমার অভিনেতা শরীফুল রাজকে নিয়ে জানতে চাইলেও কোনো তথ্য দিতে পারেনি চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটি কীভাবে কাজ করে, কেন গড়বড় করে

হালের আলোচিত চ্যাটজিপিটি কীভাবে কাজ করে—তার ধারণা দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তিনি প্রথম আলোকে জানান, চ্যাটজিপিটির মতো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অভিজ্ঞতার আলোকে কথা বলে। সেই অভিজ্ঞতার সবচেয়ে বড় উৎস ইন্টারনেট। এটা নির্দিষ্ট সময়ের ডেটা এআইয়ের কাছে থাকে, চ্যাটজিপিটির কাছে ২০১২ সাল পর্যন্ত ডেটা রয়েছে। এটি চালু হওয়ার পর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে, চ্যাটজিপিটি তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছে।

উদাহরণ টেনে সুমন আহমেদ বলেন, ‘মানুষ হিসেবে আমরা কাউকে নিয়ে লিখতে গেলে তাঁর জন্মসাল, কী কী কাজ করেছেন—তা তুলে ধরি। চ্যাটজিপিটি জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সেই কাজটাই করে থাকে। সেটি করতে গিয়ে দেখা যায়, ইন্টারনেটে সব তথ্য নাই। এমন পরিস্থিতিতে মানুষ যেমন অনুমাননির্ভর কথা বলে; চ্যাটজিপিটিও অনেক সময় অনুমাননির্ভর কথা বলে। সেটা করতে গিয়ে ভুল হওয়াটা স্বাভাবিক। তার কাছ সম্পূর্ণ তথ্য থাকলে সে ঠিক তথ্যই দেবে, যেহেতু তার কাছে কাছ তথ্য সম্পূর্ণ না, ফলে ভুল বলছে।

‘অভিনয়শিল্পীদের নিয়ে নানা গুঞ্জন থাকে, সেগুলোকে মিলিয়ে একটি স্টোরি তৈরির চেষ্টা করলে একধরনের বিভ্রান্তি কিংবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে এআইয়ের তথ্যে কিছু গড়বড় থাকেই।’
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির

বিশেষ করে অভিনয়শিল্পীদের নিয়ে ইন্টারনেটে নানা গুঞ্জন ছড়িয়ে থাকা চ্যাটজিপিটির জন্য অভিনয়শিল্পীদের নিয়ে ভুল তথ্য পরিবেশনের আশঙ্কা থাকে বলে জানান সুমন আহমেদ সাবির। তাঁর ভাষ্যে, ‘অভিনয়শিল্পীদের নিয়ে নানা গুঞ্জন থাকে, সেগুলোকে মিলিয়ে একটি স্টোরি তৈরির চেষ্টা করলে একধরনের বিভ্রান্তি কিংবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে এআইয়ের তথ্যে কিছু গড়বড় থাকেই।’
ফলে গুগল থেকে প্রাপ্ত তথ্য যেমন আমরা কোথাও ব্যবহারের আগে যাচাই করে নিই, তেমনি চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত তথ্যও যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।

আরও পড়ুন
আরও পড়ুন