‘তার ওপর আমাদের ব্যাটসম্যানরা সবাই রোমান্টিক’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, ইরফান সাজ্জাদ, প্রতীক হাসানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঢালিউডে সুসময় পার করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘জংলি’। অন্যদিকে শুরু করেছেন রায়হান রাফীর একটি সিনেমার শুটিং। ব্যস্ত এই তারকা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভুলগুলো এড়াতে পারি না। কখনো কখনো সেগুলো বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যায়।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার থাকে ইরফান সাজ্জাদ। এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, ইজ্জত বাঁচছে। এত বড় একটা টুর্নামেন্ট, আমাদের একজন পঞ্চম বোলার নাই। ভাবা যায়? তার ওপর আমাদের ব্যাটসম্যানরা সবাই রোমান্টিক!’
ছবি: খালেদ সরকার
৩ / ৫
অভিনেত্রী শাহনাজ খুশির দুই ছেলে দিব্য ও সৌম্য এখন নিয়মিত অভিনয় করেছেন। সন্তানের নিয়ে তিনি লিখেছেন, ‘সন্তান যখন জয়ী হয়, তখন আসলে মা-বাবাই জিতে যায়। পরাজয়টাও তাদেরই হয়! সন্তান হওয়ার পর, মা-বাবার নিজের পৃথক কোনো জয়-পরাজয় থাকে না। নিজের মুখ সন্তানের চোখের আয়নায় বারবার পড়তে থাকে।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘুরছেন তরুণ গায়ক প্রতীক হাসান। সেখানে একটি পার্কে ঘুরতে গিয়ে তিনি ছবিটি পোস্ট করেন। পোস্ট করে লিখেছেন, ‘বিপদে আছি।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
শুটিংয়ে পাবনা গিয়েছিলেন অভিনেত্রী নাজনীন হাসান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কাজ নিয়ে আজ আছি পাবনা শহরে। তবে অবস্থান পাবনার “বাইরে”। “ভেতরে” যাঁরা আছেন, তাঁদের জন্য ভালোবাসা।’
ছবি: ফেসবুক থেকে