‘আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা’
তারকাদের পদচারণে মুখর ছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। লালগালিচায় তারকাদের টুকরা গল্প নিয়ে এই আয়োজন। পর্ব–১
‘আপনিই নায়িকা’
লালগালিচায় একটু মন খারাপ করেই পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ছবি তোলার কথা বলতেই কিছুটা নিচু স্বরে বললেন, ‘আর কি আসা হবে তোমাদের অনুষ্ঠানে। আমার বয়স এখন ৮৩ বছর। বয়স তো কম হলো না।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বেশ কয়েকজন বলে উঠলেন, ‘আপনি আমাদের মাঝে সব সময় আছেন। আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা।’
‘মায়ের সঙ্গে একটা’
লালগালিচায় পা রাখতেই বিদ্যা সিনহা মিমকে ঘিরে ধরলেন আলোকচিত্রীরা। একের পর এক ছবির জন্য পোজ দিতে দিতে কাকে যেন খুঁজছিলেন মিম। পাশ থেকে একজনকে ডেকে নিয়ে ফটোসাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘এবার মায়ের সঙ্গে একটা।’ পরে মাকে নিয়েই লালগালিচায় হাঁটলেন এই অভিনেত্রী।
‘ড্রাইভার ভাই আসুক’
লালগালিচার এক পাশে একাই দাঁড়িয়ে ছিলেন প্রযোজক সারা আফরীন। লালগালিচায় হাঁটার অনুরোধ আসতেই হেসে সারা বলেন, ‘আমি একা যাব না। আপনাদের “ড্রাইভার ভাই” আসুক, তার পর যাব।’ পরিচালক কামার আহমাদ সাইমন গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। তিনি আসার পরই তাঁরা একসঙ্গে লালগালিচায় পা রাখেন।
‘ভাই, আপনাদের ভাবি
চিত্রনায়ক মামনুন ইমন যখন লালগালিচায় হাঁটছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন এক নারী। পরে তাঁকে ডেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ‘এটা আপনাদের ভাবি। আমাদের একসঙ্গে ছবি তোলেন।’ সবশেষে বললেন, ‘ভাই, বউয়ের সঙ্গে ছবিগুলো দিয়েন।