‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি ছিলেন তাঁরা। উৎসব শেষে হঠাৎ মেতে উঠলেন আনন্দে। বিদেশের জুরিদের সঙ্গে সেই ছবি পোস্ট করে পরিচালক ফাকরুল আরেফিন খান লিখেছেন, ‘সব সময় জুরিরা সিরিয়াস নন। আমরা সেরাটা করেছি, এখন সময় আনন্দের।’
ছবি: ফেসবুক
২ / ৫
নাট্যকার মাসুম রেজা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নিশাত, প্রিয়তম বন্ধু আমার... চলে যাওয়া কি এতই সহজ? আমি প্রত্যহ পাই তোর খোঁজ।’
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেতা মিশা সওদাগর তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কী? সবাই ভালো থাকুক।’
ছবি: ফেসবুক
৪ / ৫
বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’। সিনেমাটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবিটি পোস্ট করে খুশিতে লিখেছেন, ‘ইয়ে. . . “প্রিয় মালতী” সেরা পুরস্কার জয় করল। পুরো টিমের কাছে কৃতজ্ঞতা।’
ছবি: ফেসবুক
৫ / ৫
অমিতাভ রেজা নির্মিত বিজ্ঞাপনচিত্র ‘হু টোল্ড ইউ, অয়েল ইয়োর ওউন মেশিন’ সংলাপ দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শরীফুল ইসলাম লিখেছেন, ‘মেঘ আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক শান্ত মুহূর্ত’।
ছবি: ফেসবুক
আরও পড়ুন