শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর কার্যক্রম। জুরিবোর্ড নির্বাচন করেছেন এবারের মনোনয়নপ্রাপ্তদের। এবারও ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আজ ছাপা হলা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের নাম।
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার
আবদুল্লাহ আল মামুন (কাইকর), রিফাত আদনান পাপন, সাজ্জাদ হোসেন বাপ্পি - ‘পরস্পর’
জাহান সুলতানা - ‘তিথিডোর’
সুব্রত সঞ্জীব - ‘রোদ বৃষ্টির গল্প’
সেরা নির্দেশক
জাহিদ প্রীতম -‘বুক পকেটের গল্প’
পথিক সাধন - ‘কিছু কথা বাকি’
সাজ্জাদ হোসেন বাপ্পি - ‘পরস্পর’
সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ - ‘পরস্পর’
মেহজাবীন চৌধুরী - ‘তিথিডোর’
সাদিয়া আয়মান - ‘রোদ বৃষ্টির গল্প’
সেরা অভিনেতা
ইয়াশ রোহান - ইতিবৃত্ত
খায়রুল বাসার - পরস্পর
খায়রুল বাসার - রোদ বৃষ্টির গল্প