‘তারকা নয়, সবার আগ্রহ গল্প নিয়ে’

কারিনা কাপুর খান
ছবি: ফেসবুক

দক্ষিণ ভারতের ছবির ঝড়ের সামনে যেন ক্রমে নুইয়ে পড়ছে বলিউড ছবি। কোভিড পরিস্থিতির উন্নতির পর দক্ষিণি তারকারা একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিলেও অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর কাপুর, রণবীর সিংয়ের মতো তারকার হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হিন্দি ছবির এই খরার বাজারে অনেকে তাকিয়ে আছেন আমির খানের ‘লাল সিং চাড্ডা’র দিকে। কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক আমিরের এ ছবি। ছবিতে আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। লাল সিং চাড্ডায় তাঁকে ‘রূপা’র চরিত্রে দেখা যাবে। আমিরের এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি ‘নবাবপত্নী’। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন ‘বেবো’।

কারিনা কাপুর খান
ছবি: সংগৃহীত

আলাপচারিতার শুরুতেই উঠে এসেছিল ‘ফরেস্ট গাম্প’ প্রসঙ্গ। নব্বইয়ের দশকে ছবিটি প্রথম দেখেছিলেন কারিনা। ‘ফরেস্ট গাম্প’ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘আমার কাছে এ ছবিটি টাইমলেস। ছবিটি আজকের সময়েও আধুনিক, আপনাকে আষ্টেপৃষ্টে বেঁধে রাখবে। ২০ বছর পরও ‘ফরেস্ট গাম্প’ দেখলে আধুনিক ছবি বলে মনে হবে। আমি মনে করি যে ২০ বছর পরও এই ছবির রিমেক বানানো যেতে পারে।’ আমিরের মতো অভিনেতা ‘ফরেস্ট গাম্প’-এর মতো ছবির হিন্দি রিমেক নিয়ে আসছেন বলে দারুণ খুশি কারিনা, ‘ছবিটি (‘ফরেস্ট গাম্প’) মূলত প্রেমকাহিনি। আমির খুব সুন্দরভাবে রিমেক করেছে। ছবিতে দেখা যাবে, লাল রূপাকে খুঁজছে। অতুল (কুলকার্নি) ছবির গল্প ও চিত্রনাট্য অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। আমার চরিত্রের অনেক স্তর আছে।’

‘লাল সিং চাড্ডা’য় আমির ও কারিনা
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

প্রায় ১২ বছর পর আবার আমির খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন কারিনা। এই জুটিকে আগে ‘তালাশ’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবিতে দেখা গেছে। আবার আমিরের মতো তারকার সঙ্গে পর্দায় আসতে পেরে দারুণ খুশি কারিনা। আমিরের সঙ্গে তৃতীয়বার এক ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিরের ছবির বিশেষত্ব হলো যে আপনি যেকোনো সময়ে তার ছবি দেখতে পারবেন। তার সিনেমা কখনো পুরোনো মনে হবে না। রং দে বাসন্তীর কথাই ধরুন, আপনি এখনো দেখতে চাইবেন। আমার মনে হয়, তার ছবি অনেক দিন বেঁচে থাকবে। তাহলে তারকাদের অভিনয়জীবন দীর্ঘ হবে।’

কারিনা মনে করেন, আমিরের কাজ করার ধরন সবার চেয়ে আলাদা
ছবি: ইনস্টাগ্রাম

আমির প্রসঙ্গে বলতে গিয়ে নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন কারিনা। তিনি বলেন, ‘আমার ছবি ‘ওমকারা’, ‘চামেলি’, ‘যাব উই মেট’ আজও মানুষ বসে দেখে। তাই অভিনয়শিল্পী হিসেবে আপনি কী ধরনের ছবি নির্বাচন করছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বলিউডে আমির খানের ছবি মুক্তি মানেই বিশেষ কিছু, রেকর্ড বইয়ে ওলট–পালট। কারিনা মনে করেন, এর কারণ অভিনেতার কাজের ধরন। কারিনা বলেন, ‘আমিরের কাজ করার ধরন সবার চেয়ে আলাদা। আমির নিজের ছবি নিয়ে অনেক বেশি আবেগপ্রবণ। সে চরিত্রের গভীরে ঢুকতে পারে। পর্দায় পুরোপুরি নিজের চরিত্রের মতো হয়ে ওঠে।’ তবে কথায়–কথায় অভিনেত্রী জানান, ‘লাল সিং চাড্ডা’ করার পেছনে আসল কারণ আমির নন, ছবির গল্প। তিনি বলেন, ‘আমির জোর করে আমাকে চার ঘণ্টা ধরে ন্যারেশন শুনিয়েছিল। এমনকি আমার অডিশনও নিয়েছিল। আসলে সে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিল, আমি রূপা চরিত্রের জন্য উপযুক্ত কি না।’

কারিনা কাপুর খান
ছবি: ফেসবুক

অন্য অভিনয়শিল্পীদের মতো কারিনাও মনে করেন, কোভিডের পর সিনেমা দুনিয়ার অনেক হিসাব–নিকাশ বদলে গেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘কোভিডের পর কেউ আর তারকা দেখে ছবি দেখেন না। কেউ দেখেন না যে ছবিতে আমির আছে না নবাগত কোনো অভিনেতা। সবাই এখন ভালো গল্পের দিকে ঝুঁকছেন। ওটিটি মানুষের রুচিতে বদল এনেছে। সুইচ টিপলেই এখন একঝাঁক ভালো কনটেন্ট চোখের সামনে। শুধু কনটেন্টই ভালো নয়, অভিনেতারাও এখন দারুণ কাজ করছেন। এখন ছবি মুক্তির কিছুদিন পরই ওটিটিতে চলে আসছে। বক্স অফিসেও এর প্রভাব পড়েছে।’

কারিনা মনে করেন, কোভিডের পর সিনেমা দুনিয়ার অনেক হিসাব–নিকাশ বদলে গেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ওটিটির দৌরাত্ম্যের মধ্যেও দক্ষিণি ছবি ভালো ব্যবসা করছে। সেটা কীভাবে সম্ভব হচ্ছে? এ প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘দক্ষিণের এই সাফল্যের পেছনে আছে ভালো গল্প। একটা আইটেম সং বা দুটো গান থাকলেই তাদের ছবি চলে না। ‘বাহুবলী’ আমি দেখেছি, দারুণ কাহিনি। ‘আরআরআর’ এখনো দেখিনি, তবে আমি নিশ্চিত যে এই ছবির গল্পও দুর্দান্ত।’

কারিনা কাপুর খান
ছবি: ইনস্টাগ্রাম

অন্য অনেক বলিউড তারকার মতো শিগগিরই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন কারিনা। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ভালো গল্প পেলে তিনি অবশ্যই ওটিটিতে কাজ করবেন। এদিনের সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী ওটিটিতে অভিষেকের প্রসঙ্গে বলেন, ‘সুজয় ঘোষের পরিচালনায় নেটফ্লিক্সের একটি ছবিতে কাজ করছি। দুর্দান্ত গল্প। বিজয় ভার্মা ও জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার সঙ্গে কাজ করছি। এ ধরনের তরুণ ও প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করার অনুভূতি আলাদা। আমি মনে করি, ওটিটিতে কেউ তারকা নন, এখানে সবাই অভিনেতা। একজন অভিনেতার কতটা যোগ্যতা আছে, তা এখানে ধরা পড়ে। সুজয়ের এই ছবির শুটিংয়ের সময় দার্জিলিংয়ের নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হয়েছি। আমার সঙ্গে তখন তৈমুর ও জেহ ছিল।’ সিনেমা নিয়ে আলাপ শেষে আসে পরিবার প্রসঙ্গ। মা হিসেবে কারিনা কেমন, জিজ্ঞেস করতে তিনি বলেন, ‘মা হিসেবে আমি সবার চেয়ে আলাদা। সবাই নিজের আদর্শ অনুযায়ী বাচ্চাকে বড় করে তোলেন। তৈমুর আর জেহর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক।’

দার্জিলিংয়ের সুজয় ঘোষের সিরিজের শুটিং করেছেন কারিনা। সঙ্গে ছিল জেহ
ছবি : সংগৃহীত
আরও পড়ুন