‘টেস্টফুলি ইয়োরস’ কেন দেখছেন দর্শক

সিরিজের অভিনয় করেছেন কাং হা নেউল ও গো মিন সিনেটফ্লিক্স

রান্নাবান্না আর প্রেম—দুই রসদে নির্মিত হয়েছে কোরিয়ান ড্রামা ‘টেস্টফুলি ইয়োরস’। সিরিজটি মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছে। নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের তালিকায় এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। হালের আলোচিত সিরিজ ‘রেসিডেন্ট প্লেবুক’, ‘মোর বিউটিফুল দ্যান হেভেন’-কে পেছনে ফেলেছে ‘টেস্টফুলি ইয়োরস’।

মো ইয়ন জু একজন পেশাদার শেফ। কোরিয়ান অজপাড়াগাঁয়ে নামহীন এক রেস্তোরাঁ চালান। রান্নাবান্নার প্রশ্নে বেশ খুঁতখুঁতে, কোনো আপস করেন না। অন্যদিকে ধনকুবের হান বিয়ম সিউলের নামকরা একটি রেস্তোরাঁ চালান। তবে রান্নাবান্না নিয়ে তাঁর খুব একটা হেলদোল নেই। ঘটনাক্রমে দুজনের পরিচয়, দুজন মিলে ছোট একটি রেস্তোরাঁ খোলেন। রান্নাবান্নার সঙ্গে দুজনের প্রেমটাও জমে ওঠে।

আরও পড়ুন
গত ১২ মে থেকে ইএনএতে প্রচারে এসেছে ‘টেস্টফুলি ইয়োরস’
নেটফ্লিক্স

গত ১২ মে থেকে ইএনএতে প্রচারে এসেছে ‘টেস্টফুলি ইয়োরস’। একই সঙ্গে নেটফ্লিক্সেও উঠেছে। সিরিজটির হাস্যরস আর রোমান্টিক দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘গল্পটি চেনা হলেও দারুণভাবে তুলে ধরা হয়েছে।’ আরেক দর্শক লিখেছেন, ‘রান্নাবান্না নিয়ে এমন দারুণ সিরিজ আগে দেখিনি।’ এতে কোরিয়ান সসসহ নানান পদের খাবার দেখানো হয়েছে।

গল্পটা সাধারণ হলেও মসলাদার পরিবেশনা সিরিজটিকে আলাদা করেছে। এটি দক্ষিণ কোরিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ঢাকার দর্শকের মধ্যেও সাড়া ফেলেছে। কে-ড্রামাকেন্দ্রিক গ্রুপগুলোতে আলোচনা চলছে। নেটফ্লিক্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সিরিজটি বিশ্বের ২৩ দেশে শীর্ষে রয়েছে।

সিরিজের মূল দুই চরিত্রে অভিনয় করেছেন কাং হা নেউল ও গো মিন সি
নেটফ্লিক্স

গল্প উপস্থাপনে নির্মাতা হান জুন-হি যেমন মুনশিয়ানা দেখিয়েছেন, তেমনি অভিনয়েও নজর কেড়েছেন শিল্পীরা। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন কাং হা নেউল ও গো মিন সি।

বিশেষ করে কাং হা নেউলের অভিনয় আলাদাভাবে দর্শকের হৃদয়ে দাগ কেটেছে। হাস্যরসাত্মক অভিনয়ে আলো ছড়িয়েছেন তিনি। এর আগে ‘হোয়েন দ্য ক্যামেলিয়া ব্লুমস’ সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

তথ্যসূত্র: কোরিয়া টাইমস