আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হলো...

২৩ মে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেওয়া হলো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগে ২০২৪ সালের পুরস্কারজয়ীদের নিয়ে নিয়ে এই বিশেষ আয়োজন।

পুরস্কার হাতে নুহাশ, শাঙ্খ দাশগুপ্ত, মেহজাবীন ও কনা। কোলাজ

সেরা পরিচালক
নুহাশ হুমায়ূন, ‘২ষ’
হরর গল্প নিয়ে দেশে তেমন একটা কাজ হয় না। সেখানে তিন বছর আগে হঠাৎই চমকে দেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। সেই বছর আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’। পরে ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ বানিয়ে আলোচনায় আসেন নুহাশ। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এটি মুক্তি পায়। সেই সিরিজের সিকুয়েল ২ষ মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে।

‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে

প্রথম কিস্তিতে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো তুলে এনেছিলেন নির্মাতা। এবার তিনি মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করেছেন। আছে পুঁজিবাদ নিয়েও বার্তা। ২ষ-র এবারের পর্বগুলো ছিল ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’।

সেরা চলচ্চিত্র
‘প্রিয় মালতী’
প্রিয় মালতী দিয়ে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লেখান আদনান আল রাজীব। প্রথম সিনেমা দিয়েই মনোনয়ন পান কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। পরে সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হয় ঢাকা চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কারও পায় প্রিয় মালতী। সত্য ঘটনার প্রেরণায় নারী চরিত্র মালতীর মধ্যে দিয়ে জরুরি কিছু বিষয়ে সমাজকে ধাক্কা দিতে চেয়েছেন শঙ্খ দাশগুপ্ত। অগ্নিকাণ্ডে স্বামীর মৃত্যুর পর তার স্বীকৃতি ও সমাজ, ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীর লড়াই দর্শক মন ছুঁয়েছে। নারী চরিত্রটি কথা বলেছে দেশের সুবিধাবঞ্চিত নারীদের হয়ে।

‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী
প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

সেরা গায়িকা
দিলশাদ নাহার কনা, ‘দুষ্টু কোকিল’, ‘তুফান’
দিলশাদ নাহার কনাকে নতুন পরিচিতি দিয়েছে ‘দুষ্টু কোকিল’। তুফান সিনেমার গানটি প্রকাশের পর রাতারাতি দর্শকদের কাছে পৌঁছে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪০ কোটি ছাড়ায় গানটির ভিউ, দেশি সিনেমার গানের ক্ষেত্রে যা বিরল ঘটনা। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ। আর পর্দায় ঠোঁট মিলিয়েছেন মিমি চক্রবর্তী, সঙ্গে ছিলেন শাকিব খান। গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় গায়িকা বলেন, ‘পুরস্কারটি দিয়ে আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হলো।’

সেরা পরিচালক
শঙ্খ দাশগুপ্ত, ‘প্রিয় মালতী’
বরিশালে বেড়ে ওঠা। সেখানে সাধারণ মানুষের জীবনের গল্প, চরিত্রগুলো এখনো তাঁর মনে গেঁথে আছে। ঢাকায় আসার পরও সেই চরিত্রগুলো মনের কোণে বসবাস করতে থাকে। একসময় সিনেমার সঙ্গে জড়িয়ে যান তিনি। ব্রত হয়, সিনেমা নির্মাণ করতেই হবে। তবে যেকোনো গল্প নয়, নিজের দেখা ও ভালো বোঝাপড়া রয়েছে—এমন গল্পগুলোই সিনেমায় দেখাতে চেয়েছিলেন। সেই সিনেমায় নিজের দর্শনগুলো যুক্ত করাই ছিল ইচ্ছা। প্রথম সিনেমা প্রিয় মালতী–তে সেটাই করেছেন শঙ্খ দাশগুপ্ত। খুব কাছ থেকে দেখা গল্পটি তুলে ধরেছেন। সেই প্রথম সিনেমা দিয়েই সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন তিনি। সিনেমায় তিনি তুলে ধরেছেন নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের কথা, নারীর মুক্তির কথা। আছে রাজনৈতিক বক্তব্যও। যে কারণে প্রিয় মালতী সবার কথা বলেছে বলে মনে করেন এই নির্মাতা।

সেরা অভিনেত্রী
মেহজাবীন চৌধুরী, ‘প্রিয় মালতী’
মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়েই তারকা জরিপ ও সমালোচক—দুই বিভাগেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ১৫ বছরের ক্যারিয়ারে নাটক, সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে এ সিনেমায় যেন আগের সব কাজকে ছাড়িয়ে গেছেন। নাটকের সেই ‘পাশের বাড়ি মেয়ে’ বা রোমান্টিক নায়িকা নন, বরং জটিল এক চরিত্রে, পুরো সিনেমাটিকে নিজের কাঁধে নিয়ে হেঁটেছেন তিনি। অন্তঃসত্ত্বা ‘মালতী’ চরিত্রে পর্দায় তিনি এতটাই সাবলীল, যে পর্দার দর্শকও নিজেকে যুক্ত করতে পেরেছেন পুরোটা সময়।

আরও পড়ুন

পলাশ আর মালতীর সুখের সংসার দেখে যে রকম আনন্দে মন ভরে উঠছিল, তেমনি মালতীর হাহাকার আর কষ্টে অজান্তেই চোখের কোণে জমছিল জল। চরিত্রটির অসহায়ত্ব যে নিখুঁতভাবে তুলে ধরেছেন, সেটা মেহজাবীনের অভিনয় সক্ষমতার আরেকটি স্বাক্ষর। বাংলাদেশের সিনেমায় শক্তিশালী নারী চরিত্রের তালিকা করলে নিশ্চিতভাবেই ‘মালতী’র নাম থাকবে।