শাহরুখ, সালমানকে টেক্কা দিলেন পুষ্পার আল্লু

‘পুষ্পা’য় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর আল্লু অর্জুনে মজেছেন নয় থেকে নব্বই। ভারতীয় চলচ্চিত্রপ্রেমীরা এখন আল্লুর ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় মৌসুমের জন্য অধীর অপেক্ষায় আছেন। এমনকি এ ক্ষেত্রে  বলিউডের দুই খান শাহরুখ আর সালমানকে পেছনে ফেলে দিয়েছেন আল্লু।

আগামী বছর সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ। কারণ, ২০২৩ সালে একঝাঁক সুপারস্টারের সুপার বাজেটের ছবি মুক্তি পাবে। এই ছবিগুলো ঘিরে সিনেমাপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন। আগামী বছর মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’, ‘ডাঙ্কি’, আর ‘জওয়ান’-এর মতো ছবি। এদিকে সালমান খানের ‘টাইগার থ্রি’, ‘কিসি কে ভাই কিসি কে জান’ ছবির নাম এই তালিকায় আছে। আবার প্রভাসের ‘আদিপুরুষ’, আর আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ মুক্তি পাবে আগামী বছর।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার দৃশ্য
ছবি : সংগৃহীত

এক সমীক্ষায় দেখা গেছে যে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা বিনোদনজগতে। এই ছবিটির জন্য শুধু দক্ষিণ নয়, সারা ভারতের সিনেমাপ্রেমীরা অধীর অপেক্ষায় আছেন। ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ এখন জোরেশোরে চলছে। কিছুদিন পরেই এই ছবির শুটিং শুরু হবে।

‘পাঠান’–এ শার্টখোলা লুকে শাহরুখ
ছবি: ফেসবুক

অরম্যাক্স মিডিয়া সম্প্রতি সবচেয়ে অপেক্ষিত ছবির ওপর এক সমীক্ষার আয়োজন করেছিল। ১৫ অক্টোবর পর্যন্ত এই তালিকায় শীর্ষে ছিল আল্লুর ‘পুষ্পা টু’ ছবির নাম। এরপর সবাই শাহরুখ খানের ‘পাঠান’ ছবির অপেক্ষায় আছেন। এই তালিকায় তৃতীয় নম্বরে আছে ভাইজানের ‘টাইগার থ্রি’। চতুর্থ আর পঞ্চম স্থানে আছে কিং খানের দুই ছবি ‘জওয়ান’, আর ‘ডাঙ্কি’।

২০২৩ সালে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’
ছবি: সংগৃহীত

‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি আরও বড় আকারে নিয়ে আসতে চলেছেন নির্মাতারা। কারণ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর এর সিকুয়েলকে ঘিরে সকলের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আর সেই প্রত্যাশা পূরণ করতে এখন মরিয়া নির্মাতারা। সুকুমার পরিচালিত ছবিটিতে আবার জুটি বেঁধে আসছেন আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এই ছবির অন্য মূল চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রুল’ তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম, হিন্দি—এই পাঁচ ভাষায় মুক্তি পাবে।

আরও পড়ুন