হুটহাট রং বদলানোর মানুষের মতো হতে পারিনি

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী রওনক, সুনেরাহ, নিরবদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
অভিনয়ের পাশাপাশি মাঝখানে অভিনয়শিল্পী সংঘের সঙ্গে যুক্ত থাকলেও এবার নির্বাচনে অংশ নেননি। অভিনয়ে বেশি মনোযোগী হতে চেয়েছেন। স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শ্রদ্ধার, ভালোবাসার অগ্রজ অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ ভাইয়ের সঙ্গে আজ (শনিবার) শুটিং!’
২ / ৬
‘গোলাপ’ ছবির শুটিং শুরু করার কথা শিগগিরই। তবে এখনো সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ‘গোলাপ’ ছবিতে নিরবের নায়িকা পরীমনি। এই নায়ক ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হুটহাট রং বদলানোর মানুষের মতো হতে পারিনি। কিন্তু এ বিষয়ে অদেখা কিছুই নেই। রং বদলাতে ১ সেকেন্ডে পারলেও সবাই কিছু চুলের রং বদলাতে পারবেন না সেকেন্ডে, ভাবা যায়?’
৩ / ৬
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সুনেরাহ কামাল। কাজ করছেন নতুন নাটকেও। এর মধ্যে নতুন আরেকটি চলচ্চিত্রেও অভিনয়ের কথা রয়েছে। এই অভিনয়শিল্পী স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘মেঘলা থাকুক আকাশ, তুমি বাতাস হয়ে যাও।’
৪ / ৬
অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ এখন জাপানে থাকেন। তাঁর স্বামীর চাকরির কারণে সেখানে থাকতে হয়। জাপানে থাকার কারণে লম্বা সময় ধরে অভিনয় থেকেও দূরে সরে আছেন এই অভিনয়শিল্পী। স্বামীর সঙ্গে মাঝেমধ্যে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। আজ এই স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্প্রিং ভাইবস।’
৫ / ৬
৫ মে থেকে শুরু হচ্ছে তারকাদের ক্রিকেট খেলা সেলিব্রিটি ক্রিকেট লিগ। এর আগে এখন চলছে প্র্যাকটিস। এরই ফাঁকে ইরফান সাজ্জাদ এই স্থিরচিত্রটি পোস্ট করে জানিয়েছেন ক্রিকেট খেলা শুরুর দিন-তারিখ।
৬ / ৬
মাঝসমুদ্রে একটি ইয়টে একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লাক্স তারকা মিম মানতাশা জানালেন, তিনি অবকাশযাপনে আছেন।