কান্নাকাটি না করে নাচানাচি করবেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, অভিনেত্রী ফারিণ, গায়িকা কোনালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঢাকায় এখনো তেমন শীতের দেখা না পাওয়া গেলেও গ্রামে এখন রীতিমতো ঠান্ডা পড়ছে। গ্রামে গিয়ে গায়িকা কোনাল ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘গ্রামের শীতের দুপুর আমার ভীষণ প্রিয়। আপনারা কেমন উপভোগ করছেন শীত?’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
বেশির ভাগ কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি বা প্রচার করলেও এবার ছবিটি পোস্ট করে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমার কোনো আফসোস নেই। আফসোস তাঁদের জন্য, যাঁরা আমাকে হারিয়েছেন।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ফারিণের ‘মন গলবে না’ শিরোনামে গান। গানের প্রচারণায় ফারিণ লিখেছেন, ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ সিনেমার মূল চরিত্রে অভিনয় দিয়ে পথচলা শুরু হয় অভিনেতা ফজলুল হকের। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন চলচ্চিত্রের ফেরিওয়ালা, প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। তুমি আজীবন রবে হৃদয়ের মণিকোঠায়।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেত্রী মনিরা মিঠু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দুই দিনের জন্য এসে, থেকে গেছি বহুদিন। দুই যুগের আঘাতে হাসিটা এখনো অমলিন।’
ছবি: ফেসবুক থেকে