পুরোনো অ্যালবামে বিপাশা ও শিমু

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, সুমাইয়া শিমু, রুনা খানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
পরিচালক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে খুব একটা কাজে দেখা যায় যায় না অভিনেতা আহসান হাবীব নাসিমকে। একসঙ্গে তাঁরা কাজ করছেন। ছবিটি পোস্ট করে নাসিম লিখেছেন, ‘লাভলু ভাইয়ের সঙ্গে কাজ মানেই মানসিক প্রশান্তি। আমাদের মাঝখানে প্রকৃতিপ্রেমী লাভলু ভাইয়ের প্রেমময় বাড়ি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী রুনা খান ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি, কে গো তুমি, কার হাসিকান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া...।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
একসঙ্গে বেশ আগে পর্দা ভাগাভাগি করেছিলেন সুমাইয়া শিমু ও বিপাশা হায়াত। সেই ছবি পোস্ট করে শিমু লিখেছেন, ‘পুরোনো অ্যালবামে হঠাৎ করেই ছবিটা পেলাম। আমি আর বিপাশা আপু।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
বিদ্যা সিনহা মিমের এনগেজমেন্ট হয়েছিল চার বছর আগে। সেই খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘চার বছর আগে আমার বিয়ের এনগেজমেন্ট হয়। দিনটা আমার কাছে এখনো বিশেষ।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
৫. দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা প্রতিদিনই কমছে। ছবিটি পোস্ট করে গায়িকা সিঁথি সাহা লিখেছেন, ‘সোয়েটারটা পরেই ফেললাম আজকে, আর পারলাম না।’
ছবি: ফেসবুক থেকে