নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা

গায়ক ও অভিনয়শিল্পী তাহসানের সঙ্গে বিয়ের এক বছর পেরিয়েছে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তাহসানের স্ত্রী। নতুন লুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। রোজার পোস্ট করা স্থিরচিত্রে তাহসান–ভক্তরা চমকে গেছেন। একনজরে দেখে নেওয়া যাক তাহসানের স্ত্রীর তোলা এসব স্থিরচিত্র।
১ / ৭
ইনস্টাগ্রামে নতুন লুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ। স্থিরচিত্রগুলো পোস্ট করার পর বেশ সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে রোজার অন্য পোস্টের তুলনায় এসব স্থিরচিত্রে প্রতিক্রিয়া, মন্তব্য, শেয়ারের প্রবণতা অনেক বেশি।
২ / ৭
রোজা আহমেদের পোস্ট করা স্থিরচিত্রে প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ লাভ রিঅ্যাকশন দিয়েছেন। শেয়ার হয়েছে প্রায় ১০ হাজারের কাছাকাছি। পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।’
৩ / ৭
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, পদ্মফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের ‘অ্যানিভার্সারি’ কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।
৪ / ৭
ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ চমক দিয়েছেন তাহসান।
৫ / ৭
গত বছরের ৪ জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে একেবারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
৬ / ৭
একাধিক সূত্রে জানা গেছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়। অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।
৭ / ৭
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাঁদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।