ফিরে দেখার আছে কি প্রয়োজন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, পরীমনিদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
সকালে একসঙ্গে ৮টি কুকুরের বাচ্চা মেরে ফেলা নিয়ে সোচ্চার হন অভিনেতা নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। এমন ঘটনায় অভিনেত্রী জয়া আহসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
আপাতত নিয়মিত শুটিং করছেন না নায়িকা পরীমনি। তবে সরব থাকেন ফেসবুকে। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘কাজের সঙ্গে সততা, নিয়মানুবর্তিতা আর আন্তরিক না হতে পারলে দিন শেষে তুমিই হারবে, এনিওয়ে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
নিয়মিত গান প্রকাশ না করলেও নিয়মিত ফেসবুকে থাকেন গায়িকা আঁখি আলমগীর। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে দেখার আছে কি প্রয়োজন?’
ছবি: ফেসবুক
৪ / ৫
‘চুরি ছাম ছাম’ গানের মডেল হয়ে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি নাগরিক, আমি বিভক্ত, আমি অনুখণ্ডিত, আমি বিদ্রোহী, আমি পোষ্য, আমি যাযাবর, আমি গৃহিণী, আমি হারিয়েছি, হারিয়েই যেন পেয়েছি নিজেকে বারবার।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেত্রী সুষমা সরকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জীবন মানে একটা যুদ্ধ, জীবন মানে আঁকড়ে ধরা, জীবন মানে মায়া, প্রেম-ভালোবাসা। জীবন মানে প্রতিমুহূর্তে বেঁচে থাকার স্বপ্ন, জীবন মানে জয়-পরাজয়ের হিসাব মেলানো, জীবন মানে একটা ভয়, কখন কী হয়! জীবন আসলে কী? সে কি কেবলই একটি সময়ের চক্র!’
ছবি: ফেসবুক থেকে