সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামচ্যানেল আইয়ের সৌজন্যে

১৮তম সানসিল্ক–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজেয় শ্যাম পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ এবং বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আজীবন সম্মাননা গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে সুজেয় শ্যাম অনেকটা আবোপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘আমি ক্যানসারে আক্রান্ত। আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার চেয়ে সুস্থ আর কেউ নেই। কারণ, জীবিত অবস্থায় এই ধরনের পুরস্কার আমি পেয়েছি। আমাদের দেশে বেঁচে থাকলে এই ধরনের পুরস্কার কম দেওয়া হয়। কিন্তু চ্যানেল আই সব সময় শিল্পীদের যথাযথ মূল্য দেওয়ার চেষ্টা করে।’

সুজেয় শ্যাম আরও বলেন, ‘এখন ভালো গান খুব কম হচ্ছে। যে ভালো গানগুলো হচ্ছে, মৌলিক গান প্রচার হচ্ছে, সেই মৌলিক গানগুলোর পৃষ্ঠপোষকতা করছে চ্যানেল আই। প্রতিবছর নতুন নতুন শিল্পী তৈরির কাজে চ্যানেল আই এ কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া শিল্পীদের পাশে সব সময় চ্যানেল আই থেকেছে। এ জন্য চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে।’

এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ এ লক্ষ্য সামনে রেখে দেশের সুস্থধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর যার ১৮তম আয়োজন অনুষ্ঠিত হলো।