আবার পিছিয়ে গেল ‘পাঠান’

শাহরুখ ও দীপিকাছবি: সংগৃহীত

বেশ কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমে আগামীকাল বাংলাদেশে বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির খবর প্রকাশিত হলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, সিনেমাটি আগামীকাল আসছে না, সাফটা চুক্তির নীতিমালার প্রক্রিয়া মেনে সিনেমাটি আমদানিতে আরও সময় লাগবে।
গত রোববার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানির চারটি প্রস্তাব উত্থাপন করেছে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মন্ত্রী। এর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ২৪ ফেব্রুয়ারি ‘পাঠান’ দেশে মুক্তি পাবে।

মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, আজ পর্যন্ত কোনো সিনেমা আমদানির বিষয়ে অনাপত্তিপত্র দেওয়া হয়নি, ফলে আগামীকাল, পরশু কিংবা এই সপ্তাহে সিনেমাটি মুক্তি পাচ্ছে না, এটা নিশ্চিত।
ফারুক আহমেদের ভাষ্যে, ‘সাফটা চুক্তির প্রক্রিয়া মেনে কোনো সিনেমা আনতে একটু সময় লাগে, এত অল্প সময়ে আনা সম্ভবপর নয়। ফলে “পাঠান” হোক কিংবা অন্য যেকোনো সিনেমাই হোক, প্রক্রিয়া মেনে আনতে হয়তো এক সপ্তাহ, দুই সপ্তাহ কিংবা আরও বেশি সময় লাগতে পারে।’

হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানির চারটি প্রস্তাব উত্থাপন করেছে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ
ছবি: সংগৃহীত

গত মাসে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করতে আবেদন করে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠকে বসেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটি। তবে নীতিমালাসংক্রান্ত জটিলতায় সিনেমাটি আটকে যায়।
মাসখানেক পর সম্মিলিত চলচ্চিত্র পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, ‘শর্তসাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ আমদানি করা যেতে পারে, অবাধ আমদানিতে আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হবে।’

আরও পড়ুন

শর্ত সাপেক্ষে দুই বছরে পরীক্ষামূলকভাবে ১৮টি উপমহাদেশীয় সিনেমা আমদানির বিষয়ে একমত হয়েছেন ঢাকাই সিনেমার প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।