নেপালে পুরস্কার পেল ‘পাতালঘর’ ও ‘সাঁতাও’

সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে পাতালঘর; সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও।কোলাজ

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে ‘পাতালঘর; সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও। গত সোমবার রাতে উৎসবের সমাপনী দিনে নেপালের কাঠমান্ডুতে পুরস্কার ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) গত বছর পাতালঘর সিনেমার বিশ্ব প্রিমিয়ার হয়। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নুর ইমরান।

অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ।

গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাঁতাও গত ২৭ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে। খন্দকার সুমন পরিচালিত এ সিনেমায় মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। গত জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।