গানের শিবলু, অভিনয়ের শিবলু

শিবলুছবি: শিল্পীর সৌজন্য
সদরঘাটের টাইগার ২ সিরিজে খলচরিত্রে অভিনয় করে আলোচনায় শিল্পী এরফান মৃধা, এর মধ্যেই কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানে প্রশংসিত হলেন ‘সাদা সাদা কালা কালা’ গানের এ শিল্পী। তিনি দর্শকমহলে শিবলু নামে পরিচিত।

কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা শ্রোতাদের ব্যাকুল করেছে, গত শনিবার গানটি প্রকাশের পর থেকেই চর্চায় রয়েছে। ‘সাদা সাদা কালা কালা’ গানের স্রষ্টা হাশিম মাহমুদের কথার সঙ্গে মৈমনসিংহ গীতিকার মিশেলে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
দুই দশকেরও বেশি আগে হাশিম মাহমুদের সঙ্গে শিবলুর পরিচয়। ‘কথা কইয়ো না’ গানটি হাশিম মাহমুদের কণ্ঠে বহুবার শুনেছেন। শিবলু গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে জানালেন, কোক স্টুডিও বাংলায় গানটি ধারণ করার পর প্রথমবার শুনতে গিয়ে বারবার হাশিম মাহমুদকে স্মরণ করেছেন তিনি। তিনি বলেন, ‘গানটি শুনতে গিয়ে চোখে পানি চলে এসেছিল। হাশিম ভাইয়ের কণ্ঠে গানটা মানুষকে শোনানো গেলে খুব ভালো হতো। আশা করছি, তাড়াতাড়ি উনি সেরে উঠবেন। ওনার কিছু গান তাঁর কণ্ঠেই নিয়ে আসব আমরা।’

শিবলু
ছবি: শিল্পীর সৌজন্য

‘সাদা সাদা কালা কালা’, ‘কথা কইয়ো না’সহ হাশিম মাহমুদের বেশ কয়েকটি গান এই দশকের শুরুর দিকে শুনেছেন শিবলু, নিজের লেখা গানে সুরও বাঁধতেন হাশিম মাহমুদ। মাঝে শারীরিক অসুস্থতার কারণে গান থেকে বিরতি নেন তিনি। নির্মাতা মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি হাশিম মাহমুদের গাওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে পারেননি, পরে শিবলু গেয়েছেন।
গত বছরের মাঝামাঝি গানটি প্রকাশের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতসহ বিশ্বের নানা প্রান্তের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘সাদা সাদা কালা কালা’, রাতারাতি পরিচিতি পান শিবলু। এর বছরখানেক পর ‘কথা কইয়ো না’ নিয়ে এলেন শিবলু, তাঁর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আলেয়া বেগম।

শিবলু
ছবি: শিল্পীর সৌজন্য
আরও পড়ুন

‘সাদা সাদা কালা কালা’ হিট করার পর একের পর এক গানের প্রস্তাব পেয়েছেন তিনি। শিবলুর ভাষ্যে, ‘গান দিয়ে খুব দ্রুত মানুষের কাছে যাওয়া যায়, অভিনয় কেউ দেখে কেউ দেখে না। অনেকে জানেই না। গান শুনতে না চাইলেও শোনা হয়, যেমন জ্যামে বসে আছেন, গাড়িতে বেজে উঠলে যে-কেউ শুনতে পারেন।’
‘সাদা সাদা কালা কালা’ প্রকাশের আগে একটি টিভি নাটকে প্রথমবার গান করেন শিবলু। লালনগীতি, রবীন্দ্রসংগীত, নগরবাউল, মাইলস, এলআরবিসহ ব্যান্ডের গান শুনে বেড়ে উঠেছেন তিনি। এখন আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, তানযীর তুহিনের গান ভালো লাগে তাঁর।
শৈশবেই গানের সঙ্গে যোগ ঘটে ঢাকার ছেলে শিবলুর। তাঁর মেজ মামা ও মা টুকটাক গান করতেন। নজরুল শিক্ষালয়, ছায়ানটে কিছুদিন গান শিখেছেন। পরে ১৯৯৯ সালের দিকে বন্ধুদের নিয়ে ‘উড়নচণ্ডী’ নামে একটি ব্যান্ড করেন। তবে ব্যান্ডের সদস্যরা দেশের বাইরে চলে গেলে গান থেকে বিরতি নেন। ২০০০ সালের দিকে অনিমেষ আইচের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন, পরে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সঙ্গে কাজ করতে থাকেন।

গান নাকি অভিনয়?
২৫ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সদরঘাটের টাইগার ২-এ খলচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন শিবলু। এর আগে নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, অনিমেষ আইচের না মানুষ (এখনো মুক্তি পায়নি) সিনেমায় খলচরিত্রে কাজ করেছেন তিনি।
কেন খল-অভিনেতা হলেন? এমন প্রশ্নের জবাবে শিবলু বলেন, ‘আমার চেহারা রাজ্জাকের মতো না, নায়কদের মধ্যে নায়কের একটা ভাব থাকে। আমার চেহারাটা নায়কের মতো না; আমি মনে করি, আমার চেহারা ভয়ংকর। সেই জন্য নেগেটিভ রোলে হয়তো ভালো কিছু করতে পারব।’
কৈশোরে বাংলা সিনেমার পাঁড় ভক্ত ছিলেন শিবলু; স্কুল পালিয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলে বহু বাংলা সিনেমা দেখেছেন। জসিম, রাজ্জাকের ছবি দেখে বেড়ে উঠেছেন; সালমান শাহের সব সিনেমা হলে দেখেছেন তিনি।

শিবলু
ছবি: শিল্পীর সৌজন্য

গান নাকি অভিনয়—কোন ক্ষেত্রকে প্রাধান্য দেন? শিবলু জানান, সমান্তরালভাবে দুটিই চালিয়ে যেতে চান, কোনোটিকেই এগিয়ে কিংবা পিছিয়ে রাখতে চান না। তাঁর ভাষ্যে, ‘আমি যখন যে জায়গায় কাজ করি, শতভাগ দেওয়ার চেষ্টা করি। তবে কোনোভাবেই শতভাগ দিতে পারি না। অভিনয়ের জগৎটা অনেক বড়, এখানে আমি কিছুই না। ’
অনিমেষ আইচের চিনিখোর নামের একটি টেলিফিল্মে দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে। ব্যাচেলর পয়েন্ট, হোটেল রিল্যাক্স, বিদেশসহ বেশ কয়েকটি আলোচিত নাটকে শিবলুকে পাওয়া গেছে। এবার ঈদে ফিমেল ৩ ও কিডনি নামের দুটি নাটকে দেখা যাবে। আরেকটি সিনেমায়ও অভিনয়ের কথাবার্তা চলছে।
ক্যারিয়ারের শুরু থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন শিবলু। পরিচালনার পরিকল্পনা আছে? শিবলু বলেন, ‘পরিচালকের দায়িত্ব অনেক, পুরো বিষয়টা মাথায় রাখতে হয়। এটা আমার ভয় করে, যদি কখনো পারি চেষ্টা করব। আমার এখনো অনেক শেখার বাকি, দেখার বাকি, তারপর হয়তো করার চেষ্টার করব।’

আরও পড়ুন