ছুটির দিনে আজ বিনোদন অঙ্গনে থাকছে যা যা

জাতীয় নাট্যশালা মিলনায়তন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’

আজ শুক্রবার নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর বিনোদন অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবসহ এদিন থাকবে বেশ কয়েকটি নাটকের পরিবেশনা।
চলচ্চিত্র
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আজ উৎসবের উদ্বোধন। জাতীয় নাট্যশালা মিলনায়তন ও ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এর আগে বিকেল ৫টায় হবে উৎসবের উদ্বোধন। ১৫ দিনের এই উৎসব শেষ হবে আগামী ৩ মার্চ। উৎসবে প্রদর্শিত হবে ৩৬টি সিনেমা।

সংগীত
সত্যেন সেন গণসংগীত উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। ‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ। প্রতিযোগিতায় একক ও দলীয় পর্যায়ে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একক পর্যায়ে অনূর্ধ্ব ১২ বছর ‘ক’ বিভাগে, অনূর্ধ্ব ১৩-১৮ বছর ‘খ’ বিভাগে, ১৯ থেকে তদূর্ধ্ব ‘গ’ বিভাগে এবং ‘ঘ’ বিভাগে অংশ নেবেন দলীয় পর্যায়ের প্রতিযোগীরা। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় উত্তীর্ণ শিল্পীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ শিল্পীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।

কালিদাস নাটকের দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নাটক
স্টুডিও থিয়েটারে ‘কালিদাস’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে থিয়েটার-৫২ প্রযোজিত নাটক ‘কালিদাস’। নাটকটির এটি ২৫তম প্রদর্শনী। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুন্ডু। জয়িতা মহলানবীশের নির্দেশনায় ‘কালিদাস’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মো. নজরুল ইসলাম, জয়িতা মহলানবীশ, আদিব মজলিশ খান, রুদ্র রায়, শেখ আদিব নাহিয়ান ও এম পারভেজ।

বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্যদল অনুস্বরের নাটক ‘রায়মঙ্গল’

নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘রায়মঙ্গল’
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্যদল অনুস্বরের নাটক ‘রায়মঙ্গল’। সুমন মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন সাইফ সুমন। নাটকের নির্দেশনাও তাঁর। প্রেম, ক্ষুধা, জীবিকার সংগ্রামে দল-উপদলের হানাহানির পাশাপাশি ধর্ম ও রাজনীতিকে হাতিয়ার করে ‘সংখ্যালঘু’ উৎপাটনের গল্প হলো ‘রায়মঙ্গল’।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, এস আর সম্পদ ও আবির সায়েম।

সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘পূর্ণিমা রাতের মুখগুলো’

পরীক্ষণ থিয়েটারে ‘পূর্ণিমা রাতের মুখগুলো’
সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘পূর্ণিমা রাতের মুখগুলো’। নাটকটি উইলিয়াম শেকস্‌পিয়ারের ‘আ মিড সামার নাইটস্ ড্রিম’-এর ছায়া অবলম্বনে লিখেছেন মাহফুজা হিলালি। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। গানের সুরারোপ এবং সংগীত পরিচালনা করেছেন রমিজ রাজু। নাটকটি মঞ্চে আনছে সিরাজগঞ্জের ‘নাট্যলোক’।