হয়তো আমার জীবনের শেষ নির্বাচনে অংশগ্রহণ এটাই ছিল...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, গায়িকা কনাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনেতা ইরফান সাজ্জাদ ‘এটা আমাদেরই গল্প’ নাটকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মায়ের সঙ্গে সোনার টুকরা ছেলে! পারফেক্ট জুটি! এটা আমাদেরই গল্প।’ সেখানে এক ভক্তের মন্তব্য, ‘সোনার টুকরো যে বউ ছেড়ে অফিসে ভালো আছে, সেটা কি জানেন!’
ছবি: ফেসবুক
২ / ৫
বছরের প্রথম ছবি পোস্ট করলেন গায়িকা দিলশাদ নাহার কনা। সেই ছবিতে পোশাক কেমন সেই বিচারের ভার ভক্তদের ওপর ছেড়ে দিয়ে লিখেছেন, ‘প্রিয় জামা।’ সেই প্রিয় জামার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
ছবি: ফেসবুক
৩ / ৫
সংগীতশিল্পী রিপন খান ছেলে হৃদয় খানের জন্মদিনে গতকাল লিখেছেন, ‘প্রথম সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাবাদের একটা অন্য রকম অনুভূতির জন্ম নেয়। সেই সন্তান সেই অনুভূতি কখনোই অনুভব করতে পারে না। এটাই বাস্তব। শুভ জন্মদিন বাবা। অনেক ভালো থাকো।’
ছবি: ফেসবুক
৪ / ৫
আজ বিদ্যা সিনহা মিমের বিবাহবার্ষিকী। আজ চার বছরে পড়ল তাঁদের বিয়ে। বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৫ / ৫
আজ খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভ কামনা জানিয়ে আরেক অভিনেত্রী রত্না লিখেছেন, ‘শুভ জন্মদিন বর্তমান সময়ের নির্বাচিত শিল্পী সমিতির সভাপতি! আপনার প‍্যানেলে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্তি সত্যি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে! হয়তো আমার জীবনের শেষ নির্বাচনে অংশগ্রহণ এটাই ছিল, আপনার আদেশে! ভালো থাকবেন আমার প্রাণপ্রিয় বড় ভাই।’
ছবি: ফেসবুক