১৩ বছর পর বাপ্পা–রাসেল

বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল
জুলফিকার রাসেলের সৌজন্যে

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গাওয়া অনেক গানেরই কথা লিখেছেন জুলফিকার রাসেল। বাপ্পার কণ্ঠে এসব গান দারুণ শ্রোতাপ্রিয়তাও পায়। শেষবার ১৩ বছর আগে এই দুজনের অ্যালবাম প্রকাশিত হয়েছিল।

‘পরস্পর’ নামের সেই অ্যালবামের পর বাপ্পা মজুমদারকে আর জুলফিকার রাসেলের লেখা গানে কণ্ঠ দিতে শোনা যায়নি। তবে এক যুগ পর তাঁরা ফিরছেন। রাসেলের লেখা ‘বন্ধু চেনা দায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। রেকর্ডিং শেষ। চলছে ভিডিও তৈরির কাজ। গানটির ভিডিও নির্মাণ করছেন অনিন্দ্য কবীর।

বাপ্পা মজুমদার
ছবি : বাপ্পা মজুমদারের সৌজন্যে

বাপ্পা বলেন, এবারের কাজটির একটু বিস্তৃত পরিসরে শুটিং হচ্ছে, যেখানে কোরিওগ্রাফিরও একটা বড় অংশ রয়েছে। কাজ চলছে, শেষ হলে আরও বিস্তারিত বলা যাবে। এই গানের মাধ্যমে ১৩ বছর পর জুলফিকার রাসেলের লেখা গানে কণ্ঠ দিলেন বাপ্পা মজুমদার।

বাপ্পা বলেন, ‘১৩ বছর পর আমরা আবার একসঙ্গে গান করলাম। এখন দেখার পালা, শ্রোতারা কতটা পছন্দ করেন। তবে কাজটি আমার কাছে দুটি কারণে বেশ অর্থবহ। প্রথমটি—জুলফির কথায় আবার গাইলাম। আরেকটি বিষয় হলো, চলতি বছরের শুরুটা হয় এই গানটি কম্পোজিশনের মাধ্যমে। যত দূর মনে পড়ে, ২ জানুয়ারি গানটির সুর করি। ফলে বছরের প্রথম সুর হিসেবে এটির প্রতি আমার বাড়তি আদর রয়েছে।’

বাপ্পা মজুমদার
ছবি : প্রথম আলো

একসঙ্গে ফেরা প্রসঙ্গে জুলফিকার রাসেল বলেন, ‘গানটি অসম্ভব সুন্দর হয়েছে। অনেক দিন পর সুরের ওপর গান লিখেছি। তার চেয়ে বড় কথা, ১৩ বছর পর বাপ্পাদা আমার কথায় গাইলেন।’ বাপ্পা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।

বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেলের একক অনেক গানের পাশাপাশি উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে একই শহরে, ইচ্ছে করেই একসাথে, আবার পথে দেখা, স্বপ্নরানী, পরস্পর প্রভৃতি।