‘অন্যের ঘর পুড়লে তবলা বাজাও...,’ কাকে লিখেছেন বাপ্পারাজ

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। বাপ্পারাজ, ফারহান আহমেদ জোভানদের পোস্টে সেই সব ঘটনাই প্রকাশ পেয়েছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা–
১ / ৫
অভিনয় থেকে দূরে থাকলেও প্রায়ই ফেসবুকে সরব থাকেন নায়ক বাপ্পারাজ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অন্যের ঘর পুড়লে তবলা বাজাও, এখন নিজের ঘর পুড়ছে, কী বাজাবা।’
ছবি: ফেসবুক
২ / ৫
অভিনেত্রী শাহনাজ খুশি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘণ্টা? ছোট্টবেলার পাঠশালাতে, শাসন ভাঙতে, আনচান করত যে মনটা……কখন ছুটি হবে।’ ছবিতে বৃন্দাবন দাসের সঙ্গে দুই ছেলে দিব্য ও সৌম্য জ্যোতি।
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেতা খায়রুল বাসারের দীর্ঘদিনের অভ্যাস, যেখানে যাবেন, ফ্রেমবন্দী করবেন। মুঠোফোনে রাখা সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘সোনা কাঠির পাশে রূপো কাঠি পকেটে নিয়ে আমি পথ হাঁটি...১ কোটি সেলফি।’
ছবি: ফেসবুক
৪ / ৫
ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছেন ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘বিয়ের গন্ডগোল’। খোশমেজাজেই রয়েছেন এই অভিনেতা। তিনি ছবিটি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত।’
ছবি: ফেসবুক
৫ / ৫
নতুন বছরে ভক্তদের জন্য নিয়ে এসেছেন নতুন চমক। অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে কেয়া পায়েলের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বছরের প্রথম নাটক শুরু হোক একটি ভালো গল্প দিয়ে।’
ছবি: ফেসবুক