মেরিল-প্রথম আলো পুরস্কারের সঙ্গে টিকটকের পার্টনারশিপ: টিকটকে প্রিয় তারকাদের ভোট দিন ২ সেপ্টেম্বরের আগেই

টিকটক ব্যবহারকারীরা টিকটকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ‘তারকা জরিপ’–এর সাতটি বিভাগে ভোট করতে পারছেন। কোলাজ

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর বিনোদন সহযোগী ও অফিশিয়াল ভোটিং প্ল্যাটফর্ম হয়েছে টিকটক। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ইন-অ্যাপ ভোটিং পদ্ধতি চালু করেছে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত শিল্পীদের ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দিতে পারবেন ভক্তরা। ৯ আগস্ট থেকে শুরু হয়েছিল এই ভোট প্রদানের সুযোগ।
ভোটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট ক্যাম্পেইন পেজ। টিকটক অ্যাপের মাধ্যমে ‘ভিউয়ার্স চয়েস’ বিভাগের অধীন একাধিক বিভাগে ভোট দেওয়া যাবে। যেখানে টিকটক ব্যবহারকারীরা #MerilProthomAloAward হ্যাশট্যাগটি ব্যবহার করতে পারবেন। টিকটকের এমন ফিচারের কারণে এবার ভোট দেওয়া আরও সহজ হয়েছে।

প্রিয় তারকাদের ভোট দেওয়ার পাশাপাশি ভোটাররা ব্যবহার করতে পারবেন টিকটকের নানা টুলস। যার মধ্যে আছে হ্যাশট্যাগ, ফিল্টার ও ইফেক্ট। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটির সঙ্গে ভক্তদের আরও আকর্ষণীয়ভাবে সম্পৃক্ত করতে টিকটক চালু করেছে দুটি ইফেক্ট। ইন-অ্যাপ ভোটিং ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন এবং বিভিন্ন বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত শিল্পীদের নির্বাচন করতে পারবেন।

এ বিষয়ে টিকটক দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারের এন্টারটেইনমেন্ট পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। টিকটক বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। যেটি ভিন্নধর্মী বিষয়বস্তু এবং ক্রিয়েটরদের সৃজনশীলতাকে সত্যিকারভাবে তুলে ধরার সুযোগ দেয়। এই পার্টনারশিপ ভক্তদের পুরস্কার বিতরণীতে সক্রিয়ভাবে জড়িত হওয়ার এবং এতে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো, উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে এই অভিজ্ঞতাকে আরও উন্নত করা। যেখানে একই সঙ্গে সৃজনশীলতা বজায় থাকবে এবং সব ব্যবহারকারীর কমিউনিটির মধ্যকার সম্পর্কও সুদৃঢ় হবে।’

আরও পড়ুন

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘ডিজিটাল এই যুগে আমাদের বিকশিত হওয়া এবং নতুন কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি। মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য টিকটকের সঙ্গে আমাদের কাজ করা সেটিরই একটি দৃষ্টান্ত।’ তিনি আরও বলেন, ‘টিকটকের ইন-অ্যাপ ভোটিং সিস্টেমের মাধ্যমে আমরা শুধু ভোট দেওয়ার প্রক্রিয়াকে সহজ করছি না, একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি উদ্‌যাপনের অংশ হওয়ার জন্য তরুণ, যাঁরা প্রযুক্তি নিয়ে সচেতন-তাঁদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পার্টনারশিপ ভক্তদের আরও ভালোভাবে এই পুরস্কার বিতরণের আয়োজনের সঙ্গে যুক্ত করবে, যা আমাদের শিল্পে আরও ভিন্নতা নিয়ে আসবে।’