মৌচাকে বন্ধুসভার সমাবেশে তারকারা

‘আমরা সবাই বাংলাদেশ’স্লোগানে প্রথম আলো বন্ধুসভার ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত শুক্রবার। সেদিন সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। তিন দিনব্যাপী এ সমাবেশ সারা দেশের প্রায় ১ হাজার ২০০ বন্ধু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ছিল তারকাদের অংশগ্রহণও। চলুন একনজরে দেখে নেওয়া যাক কারা গান শুনিয়েছেন আর কারা নাচলেন–
১ / ৮
ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা জানাতে আসেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব ও সংগীতশিল্পী প্রীতম হাসান। এ সময় তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান উপস্থিত দর্শকদের গান গেয়েও শোনান
২ / ৮
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া উত্তোলন করা হয় প্রথম আলো বন্ধুসভার পতাকা। পরে পায়রা ও বেলুন ওড়ানো হয়। এরপর শুরু হয় প্রথম আলো বন্ধুসভার ‘থিম সং’। বন্ধুসভার থিম সংগীতের ছন্দে বন্ধুদের নৃত্য পরিবেশনার দৃশ্য
৩ / ৮
উদ্বোধনী দিন বিকেল ছিল সাংস্কৃতিক আয়োজন। আয়োজনে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানখ্যাত গায়ক পুলক
৪ / ৮
সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী অদিতি রহমান দোলা
৫ / ৮
সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কিশোর দাস
৬ / ৮
বন্ধুসভার বন্ধুদের দলীয় নৃত্য পরিবেশনা
৭ / ৮
২০২০ সালে প্রথম আলো বন্ধুসভার পঞ্চম জাতীয় বন্ধু সমাবেশ হয়েছিল। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে ‘আমরা সবাই বাংলাদেশ’স্লোগানে এবারের আয়োজনে সারা দেশ থেকে ৬৪টি জেলা ও ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক বন্ধু অংশ নেন। অনুষ্ঠানে দ্বৈত নৃত্য পরিবেশন করেন রায়গঞ্জ বন্ধুসভার তিতুমীর ও সিঁথি দেবনাথ
৮ / ৮
বন্ধুসভার এবারের বন্ধু সমাবেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ও শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে ঢাকা মহানগর বন্ধুসভা বিশেষ মূকাভিনয় প্রদর্শনী করে