হলুদিয়া পাখি হয়ে গেছি...

পরীমনি অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ চলচ্চিত্র ‘গুণিন’। চরকি প্রযোজিত এই চলচ্চিত্রের পর প্রেক্ষাগৃহে ছবি মুক্তির জন্য আর খবরে আসেননি তিনি। বিরতির পর আবার ফিরছেন। ২০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড তারকা পরীমনির নতুন চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত, রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র মুক্তির আগে প্রচারণায় বেশ সরব এই ঢালিউড তারকা। দর্শকদের আগ্রহী করতে পরীমনি ছুটছেন রাজধানীর বিভিন্ন স্কুলে, টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কথা বলছেন। রায়হান জুয়েল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
১ / ৬
ছবি মুক্তির আগে বুধবার সকালে পরীমনি ছুটে যান ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে এই অভিনয়শিল্পী লিখেছেন, ‘“অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”-এর প্রধান দর্শকেরা। অনেক ভালোবাসা আপনাদের জন্য, দেখা হবে সিনেমা হলে, আসছে ২০ জানুয়ারি।’
২ / ৬
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর আজকের প্রচারণার লুক। ‘শাড়িতে আমি হলুদিয়া পাখি হয়ে গেছি একদম।’
৩ / ৬
‘“এক পৃথিবী ভালোবাসায়, করেছি তোমায় গ্রহণ”, আই ডেডিকেটেড দিজ সং টু ইউ রাজ।’ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের ‘আসল ছাইড়া নকল রঙে’ গানের দুটি লাইন শেয়ার করে চিত্রনায়ক স্বামী শরিফুল রাজের উদ্দেশে লিখেছেন পরীমনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও শামীম হাসান। রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। গানটি প্রসঙ্গে পরীমনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই সিনেমায় আমার সব থেকে পছন্দের গান এটা।’
আরও পড়ুন
৪ / ৬
নতুন বছরের শুরুতে চিত্রনায়ক স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের কারণে আলোচনায় আসেন পরীমনি। দাম্পত্য কলহের নানা আলোচনাকে পাশ কাটিয়ে একটা পর্যায়ে পরীমনি মনোযোগী হন তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে। এর পর থেকে প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।
৫ / ৬
ছবির প্রচারণায় অংশ নিতে চিত্রনায়িকা মা পরীমনিকে তাঁর ছোট্ট সন্তান রাজ্যকেও সঙ্গে নিয়ে যেতে হয়। মায়ের সঙ্গে তাই ঢাকার বিভিন্ন স্কুলে ঘুরছে সে-ও। ছয় মাস বয়সী সন্তান রাজ্যকে কোলে পরীমনি সেই খবর জানিয়ে লিখেছেন, ‘রাজ্য এইভাবে তার মায়ের সঙ্গে সিনেমার প্রচারণায় যায়।’
আরও পড়ুন
৬ / ৬
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে সুন্দরবন, সুন্দরবনের ধার ঘেঁষে নদীতে। শুটিংয়ের সময়  করোনা মহামারির মধ্যে পড়ে শুটিং ইউনিট। ফলে শুটিংয়ের দিনগুলো সহজ ছিল না। অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে সুন্দরবনের কাদাপানিতে, লঞ্চে, নদীতে শুটিং করতে হয়েছে। সরকারের অনুদানের ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, আজাদ আবুল কালাম, কচি খন্দকার প্রমুখ।
আরও পড়ুন