অঞ্জনার জাফর ইকবাল স্মরণ কিংবা তিশার গল্পের শেষ

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকা ও নির্মাতারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তাঁদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তাঁদের যাপিত জীবনের গল্প।
১ / ৭
চিত্রনায়িকা শাবনূর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ২০০৫ সালে ছবিটি মুক্তি পায়। আজ শাবনূরের সেই দিন, যেদিন ছবিটি মুক্তি পায়। সেদিনের স্মৃতি মনে করে পরিচালক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রথম ভালোবাসা, “দুই নয়নের আলো” চলচ্চিত্রটি আজ মুক্তির ১৮ বছর পূর্ণ করল। ২০০৫ সালের ১৩ মে চলচ্চিত্রটি মুক্তি পায়। সুপারস্টার শাবনূর এই চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁর একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি অর্জন করেন। এই চলচ্চিত্রটি সব সময় আমার জীবনের একটি বিশেষ স্মৃতি হয়ে বেঁচে থাকবে। আমি এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সব শিল্পী কলাকুশলীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’
২ / ৭
চিত্রনায়িকা অঞ্জনা এই স্থিরচিত্রটি তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘অংকুর চলচ্চিত্রের একটি দৃশ্যপটে বাংলা চলচ্চিত্রের ফ্যাশন আইকন, সবচেয়ে সুদর্শন, মোস্ট স্টাইলিস্ট চিত্রনায়ক জাফর ইকবাল ভাই ও আমি।’
৩ / ৭
আজ শনিবার সকালে একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে পরিচালক মালেক আফসারী লিখেছেন, ‘যে কাজটা করে আপনি মনে ফুর্তি পাবেন না,  সে কাজে সফলতা আসবে না। আপনি যখনই “না” করতে শিখবেন, বুঝে নেবেন আপনি সিঁড়ি বেয়ে ১০ তলায় উঠছেন। সবাই তো লিফটে যায়। কারেন্ট চলে গেলে মাঝপথে উনারা ফেঁসে যাবেন। আপনি উঠতে পারবেন। পরে গেলেও উঠতে পারবেন। কারণ, সিঁড়ি বেয়ে ওঠার অভ্যাস আপনার আছে।’
৪ / ৭
ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। সেই খবর জানিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি মনেপ্রাণে একজন মিউজিশিয়ান!  গান গাইতে আসার আগে আমি একজন পেশাদার গিটারিস্ট! আমার শুরুটাই সংগত করা দিয়ে! গান গাইবার পাশাপাশি যন্ত্রসংগীত নিয়ে বরাবরই আমার আগ্রহ চূড়ান্ত! কিছু পারি বা না পারি, মাথায় ভাবনার সাইক্লোন সর্বদা বিরাজমান...!  একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম করার ইচ্ছা আমার বহুদিনের! তা আদৌ হবে কি না জানি না! তবে আমার চেষ্টা থাকবে এক শ ভাগ! এই যাত্রায় বেজ-এ দ্য ওয়ান অ্যান্ড অনলি তানিম হাসান এবং আরেক দুর্দান্ত ড্রামার ডানোকে নিয়ে এই ট্র্যাক! যার ভিডিওর কাজে হাত দেব শিগগিরই! সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই আসতে যাচ্ছে রাগাস্কেপ! সাথে থাকবেন আশা রাখি!
৫ / ৭
পরিচালক আদনান আল রাজীবের জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌবিহারে গিয়েছিলেন ‘যদি একদিন’–খ্যাত চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সেখানেই ফারুকী ও তিশার একমাত্র কন্যাসন্তান ইলহামের সঙ্গে ছবি তোলেন। এই ছবিটি পোস্ট করে রাজ লিখেছেন, ‘ইলহামের সেলফিতে তার চাচা!’
৬ / ৭
ছোট পর্দার নির্মাতা সঞ্জয় সমাদ্দার কলকাতায় ‘মানুষ’ নামের একটি চলচ্চিত্র বানাচ্ছেন। কলকাতার জনপ্রিয় তারকা জিৎকে নিয়ে তৈরি এই ছবির ঘোষণার সময়ের কথা মনে করে আজ শনিবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নিজের পরিচালিত কয়েকটি নাটকের পোস্টার কোলাজ করা সেই পোস্টে লেখা ছিল, ‘থ্যাংকস বক্স অফিস নেক্সট নিউজ! ‘মানুষ’ সিনেমার অ্যানাউন্সমেন্টের সময় এই কম্পাইলেশনটা করা। যদিও এখানে আমার অনেক প্রিয় কাজ নেই। আমি সাফল্যের জন্য নিরাপদ কোনো ফর্মুলা অনুসরণ করিনি। নানা রকম গল্প পর্দায় বলেছি। ভালোবাসা পেয়েছি প্রত্যাশার চেয়েও বেশি। আমি বিশ্বাস করি, বড় পর্দায় ম্যাস অডিয়েন্স ও ক্লাস অডিয়েন্সের দূরত্ব কমিয়ে আমাদের বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। সিনেমা হবে সবার জন্য! ইটজ বিগ স্ক্রিন। লেটস থিংক বিগ ...।
৭ / ৭
ছোট পর্দার অভিনয়শিল্পী তানজিন তিশা থাইল্যান্ডে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শোন মেয়ে! তুমি খুব শিগগিরই জিতবে এবং গল্পটা শেষ হবে।’