১ দিনেই ‘কোটিপতি’ ৫০ লাখ

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী নওশাবা, শিমু, অহনাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
এ বছর টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন কাজী নওশাবা আহমেদ। কাজ ছাড়াও মানবিক নানা বিষয় নিয়ে তিনি সচেতনতার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। নওশাবা লিখেছেন, ‘সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা, চলেন নতুন করে ভালোবাসি, বাঁচি সকলকে সঙ্গে নিয়ে, আতশবাজি বন্ধ করি, আসুন নতুন বছর উদ্‌যাপনে আতশবাজিকে না বলি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
এখন অভিনয়ে নিয়মিত না হলেও ফেসবুকে নিয়মিত অভিনেত্রী সুমাইয়া শিমু। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘আগে নিজের ওপর বিশ্বাস রাখুন, তার পরে এগিয়ে যেতে থাকুন।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
বর্তমানে ‘এটা আমাদেরই গল্প’ নাটক দিয়ে প্রশংসিত হচ্ছেন দীপা খন্দকার। তিনি একঝাঁক কবুতরের মাঝে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসা মানুষের মাঝে আর নাই, তাতে কি পাখির পালকেই থাক।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
সম্প্রতি মুক্তি পেয়েছে এক ঘণ্টার নাটক ‘কোটিপতি’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটির পরিচালক এস আর মজুমদার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এক দিনেই ‘কোটিপতি’ ৫০ লাখ। এই অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো চাট্টিখানি কথা নয়! এ সময়ে এসে নাটক নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় উঠেছে একটা ভালো গল্পের দেখা পাওয়া।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেতা রাশেদ সীমান্তের ক্যারিয়ারের শুরুই হয়েছিল অহনা রহমানের সঙ্গে নাটকের জুটি হয়ে। তাঁদের অভিনীত নতুন নাটকটি নিয়ে অহনা লিখেছেন, ‘মাত্রই ইউটিউবে প্রচার হয়েছে আমাদের নাটক। দেখুন “স্যার যেখানে ম্যাডাম সেখানে”।’
ছবি: ফেসবুক থেকে