‘কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
আলোচনায় রয়েছে অপি করিম অভিনীত সিনেমা ‘উৎসব’। সিনেমাটি এবার দেশের বাইরের দর্শকও দেখতে পারবেন। সিনেমার প্রচারণায় অপি লিখেছেন, ‘দেশের পাশাপাশি এবার “উৎসব” হোক বিশ্বব্যাপী। কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি থিয়েটারে ২০ জুন থেকে চলবে সিনেমাটি। চলুক সম্পর্ক, ভালোবাসা ও আবেগের এক দারুণ জাদু!’
ছবি: ফেসবুক
২ / ৪
ঈদের কাজ নিয়ে আলোচনায় রয়েছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি কাজের বাইরে হঠাৎ ফেসবুক পোস্টে লিখলেন, ‘জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়, আপনমনে।’ ভক্তরা জানতে চেয়েছেন, কী হয়েছে? তবে আর কিছু লেখেননি অভিনেতা।
ছবি: ফেসবুক
৩ / ৪
৪. নায়িকা হিসেবে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে আলোচনায় রয়েছেন সাবিলা নূর। সময়টাও ভালো যাচ্ছে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তুমি আমার গল্পকথার বই।’
ছবি: ফেসবুক
৪ / ৪
ঈদের পর ঘুরেই সময় কাটছে গায়িকা ঝিলিকের। গেছেন রংপুরে। সেখান থেকে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পোড়া রুটি আর মালাই চা খেয়ে আসলাম রংপুরে চৌপায়াতে, ভিডিও কি আপলোড করব?’
ছবি: ফেসবুক