নিউইয়র্কে রাস্তায় মেলায় হারিয়ে যাওয়া বোন!

ফেরদৌস, চঞ্চল চৌধুরী, তমা মির্জা থেকে শুরু করে দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকাকে নিউইয়র্কের রাস্তায় দেখা গেল। তাঁদের সঙ্গে দেখা গেছে নিউইয়র্কে স্থায়ীভাবে থাকা আরও বেশ কয়েকজন তারকাকে। হঠাৎ করে কেন তাঁরা সেখানে? ছবিতে জেনে নেওয়া যাক—
১ / ৬
হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। এই ছবি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হওয়া সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে পরিচালক ও কলাকুশলী হিসেবে আমন্ত্রিত হন হৃদি হক, ফেরদৌস ও কামরুজ্জাম রনি। নিউইয়র্কে পৌঁছানোর পর সেখানকার রাস্তায় এভাবেই দেখা গেল তাঁদের।
২ / ৬
মৌসুমী ও ফেরদৌসের বন্ধুত্বের খবর ঢালিউডের সবারই জানা। একসঙ্গে দুজন বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিকভাবেও তাঁদের সম্পর্কটা চমৎকার। এই বন্ধুর সঙ্গে বেশ কয়েক মাস ধরে দেখাসাক্ষাৎ নেই। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবরটি জেনেছেন বন্ধু মৌসুমীও। তাই দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি তাঁরা কেউই। মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তাঁর লং আইল্যান্ডের বাসায় অতিথি হয়েছেন ফেরদৌস। খাওয়াদাওয়া ও আড্ডায় কেটে যায় তাঁদের দুই ঘণ্টার বেশি সময়।
৩ / ৬
চরকি প্রযোজিত ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্মে শাহরিয়ার নাজিম জয় ও তমা মির্জার অভিনয় ছবিপ্রেমীরা বেশ উপভোগ করেছেন। এই দুই তারকা এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। নিউইয়র্কের রাস্তায় এভাবেই জয়ের সেলফিতে ধরা দিলেন তমা মির্জা।
৪ / ৬
টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতার এখনকার পরিচিতি উপস্থাপক হিসেবে। চ্যানেল আইয়ে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। আলোচিত এই উপস্থাপক এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পান। সবকিছু ব্যাটে–বলে মিলে যাওয়ায় ছুটেও যান। সেই অনুষ্ঠানে বাংলাদেশ–ভারতের অনেক তারকার সঙ্গে দেখা হয় জয়ের। কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করেন। সেসবের কিছু ফেসবুকের ভক্ত–শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও ভাগাভাগি করেন। ঢাকায় ফেরার আগে একটি সেলফি পোস্ট করে জয় লিখেছেন, ‘এবার বিদায়ের পর্ব শুরু। শীতের শহর ছেড়ে আমার শহরে আসার প্রস্তুতি। তবে আরও ২৪ ঘণ্টা তাদের সঙ্গে কাটাতে হবে। সাকসেসফুল একটি শোর পর আমরা সবাই তৃপ্ত। প্রবাসীদের ভালোবাসায় আমরা মুগ্ধ।’
৫ / ৬
মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী বন্যা মির্জা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে যাওয়া–আসার মধ্যে আছেন। বছরের বেশির ভাগ সময় তাঁকে দেশটিতে থাকতে হয়। এর মধ্যে সেখানকার বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন। সম্প্রতি শেষ হওয়া সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকা থেকে আমন্ত্রণ পেয়ে উড়াল দেন চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা। আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকা বন্যা মির্জার সঙ্গে তমা মির্জার একই অনুষ্ঠানে দেখা হয়। আড্ডা হয়, ছবিও তোলেন। দুজনের একটি স্থিরচিত্র তমা মির্জা ফেসবুকে পোস্ট করে মজাচ্ছলে লিখেছেন, ‘মেলায় হারিয়ে যাওয়া সেই বোনকে অবশেষে নিউইর্য়কে খুঁজে পেলাম। আমরা মির্জা পরিবার।’
৬ / ৬
সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারত থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান ঋতুপর্ণা। একই উৎসবে আমন্ত্রিত হন ফেরদৌস ও হৃদি হক। তিনজনের দেখা হওয়াটা ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন হৃদি হক।