শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে জুরিদের ভোটে নির্বাচিত চলচ্চিত্রগুলোকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব l ছবি: সংগৃহীত
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে জুরিদের ভোটে নির্বাচিত চলচ্চিত্রগুলোকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব l ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার চলচ্চিত্রে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়ে শেষ হলো রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় নাট্যশালায় দর্শক দেখল দেশ নাটকের নতুন নাটক সুরগাঁও। পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে ছিল বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসবের নানান আয়োজন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ছিল বংশীবাদন।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসবে সেরা শিশুতোষ চলচ্চিত্র হিসেবে ‘বাদল রহমান পুরস্কার’ পেয়েছে ফিলিপাইনের মারসেইল সি কারিগার পিটং কাবাং পালাই।দর্শকদের বিচারে সেরা চলচ্চিত্র ভারতের ববি সারমা বারুহের সোনার বরণ পাখি, সেরা ফিচার চলচ্চিত্র আজারবাইজানের মিরবালা সালিমলির কিরমিজি বাগ, সেরা ফিচার চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের নাদের চৌধুরীর লালচর, সেরা প্রামাণ্যচিত্র নেদারল্যান্ডসের অ্যানি ক্রিস্টেন তিরারডটের আইসল্যান্ডস অব দ্য মনকস, প্রামাণ্যচিত্রে বিশেষ পুরস্কার পেয়েছে ইতালির মার্কো জুইনের লা সেদিয়া ডি কার্টুনে, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইরানের আলি মারদোমির দ্য সেমেন্টারি ম্যান। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয় তৌকীর আহমেদের অজ্ঞাতনামা চলচ্চিত্রকে। নারী চলচ্চিত্রকার বিভাগসহ মোট ৭টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হয়।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের উৎসবে বাংলাদেশসহ মোট ৬৭টি দেশের ১৭৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

জাতীয়নাট্যশালায়সুরগাঁও

নাট্যকার মাসুম রেজা আবারও নাটক নির্দেশনায় ফিরলেন। দীর্ঘ ১৭ বছর পর গতকাল তাঁর নির্দেশনায় সুরগাঁও নাটকটি মঞ্চস্থ হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে দেশ নাটক মঞ্চায়ন করে নাটকটি।

কোনো এক অচেনা গ্রামের গল্প নিয়ে আবর্তিত সুরগাঁও। এ গ্রামে আনাল ফকির, আসমান, সুহি, হাক্কা ব্যাপারী, বাঁশি বুড়ি, ওষ্ঠকালা, নিহাররঞ্জন, কুসি, মুজাহেব ও কাবিলরা বাস করে। এদের আদিকাল, বর্তমান ও ভবিষ্যতের নানান দিক উঠে এসেছে নাটকে। এটি দেশ নাটকের ২২তম প্রযোজনা।

জাতীয় জাদুঘরে গতকাল ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশি বাজিয়ে শোনান l ছবি: সংগৃহীত
জাতীয় জাদুঘরে গতকাল ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশি বাজিয়ে শোনান l ছবি: সংগৃহীত


বাংলাদেশ
-ত্রিপুরাসাংস্কৃতিকউত্সব
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারতের ত্রিপুরার জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে চলছে বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উত্সব। গতকাল আয়োজনের দ্বিতীয় দিন শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ ও ত্রিপুরার কবিরা। এরপর ছিল ত্রিপুরার বাংলা কবিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আলোচনায় অংশ নেন রাতুল দেববর্মণ, আকবর আহমেদ, মুহাম্মদ সামাদ ও যোগমায়া চাকমা। এদিকে উত্সবের অংশ হিসেবে একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় থিয়েটারের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। আজ শনিবার শেষ হবে এই উত্সব।
আজিজুল ইসলামের বংশীবাদন সম্মাননাস্মারকপ্রদর্শনী
ক্যাপ্টেন আজিজুল ইসলাম সমুদ্রচারী হয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছেন সারা জীবন, কিন্তু সুরের প্রতি ছিল তাঁর অসীম টান। সেই টানে তিনি তুলে নিয়েছেন বাঁশি। আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান এই শিল্পীর অর্জিত সম্মাননা স্মারক প্রদর্শনী নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী। উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী সন্ধ্যায় ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশিতে রাগ ইমন, বেহাগ, দুর্গা, কাহারবা তালে ভৈরবী রাগ পরিবেশন করেন। আয়োজনটি করেছিল কুল এক্সপোজার।