অমিতাভ আর শ্বেতার গয়নার বিজ্ঞাপনের প্রচার বন্ধ

কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা
কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা

অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশনসের (এআইবিওসি) অব্যাহত চাপের মুখে থেমে গেল একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের সম্প্রচার। এই বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন আর তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। বিজ্ঞাপনচিত্রটির বিরুদ্ধে অভিযোগ, এখানে ভারতের ব্যাংককে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিজ্ঞাপনচিত্র প্রচার হওয়ায় ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা কমবে। সারা ভারতে এই সংগঠনের সদস্যসংখ্যা ৩ লাখ ২০ হাজার।

কেরালাভিত্তিক খুব পরিচিত গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কল্যাণ জুয়েলার্স সম্প্রতি অমিতাভ বচ্চন আর শ্বেতাকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে। দেড় মিনিটের এই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান একজন প্রবীণ ব্যক্তি। তিনি ব্যাংকে পেনশনের অর্থ ফেরত দিতে যান। কারণ তাঁর হিসেবে একবারের জায়গায় ভুলে দুইবার পেনশন ঢুকেছে। কিন্তু পেনশনের অর্থ ফেরত দিতে গিয়ে নানা হয়রানি শিকার হন তারা। একপর্যায়ে সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তাদের পেনশনের অর্থ ফেরত না দিয়ে তা নিয়ে বাড়ি চলে যেতে বলেন। ম্যানেজারের এ কথায় ক্ষেপে যান ওই প্রবীণ ব্যক্তি।

ভারতের টিভি চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপনচিত্রের সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই এর বিরোধিতা শুরু করেন এআইবিওসির নেতারা। শুরু থেকেই তাঁরা দাবি করেন, সাধারণ মানুষের ব্যাংকের ওপর আস্থা নষ্ট করার অপচেষ্টা হিসেবে এই বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে বড় কোনো চক্রান্ত।

এআইবিওসির সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেছেন, ‘আমরা কল্যাণ জুয়েলার্স এবং বচ্চন পরিবারের এ কাজের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছি। এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, তাঁরা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য ব্যাংকের বিরুদ্ধে এমন নেতিবাচক ও মিথ্যা গল্প প্রচার করছেন। তাঁদের এই কর্মকাণ্ড ব্যাংকের জন্য অবশ্যই মানহানিকর। এই বিজ্ঞাপনচিত্র প্রত্যাহার করা না হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এআইবিওসির চাপের মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটি প্রত্যাহার করে নেয় কল্যাণ জুয়েলার্সের পরিচালনা পর্ষদ। এই গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রমেশ কল্যাণরমন দুঃখ প্রকাশ করে এনডিটিভিকে বলেছেন, ‘বিজ্ঞাপনটি দেখে যদি কারও খারাপ লাগে, তার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। যে দাবি করা হচ্ছে, তা মোটেও ঠিক নয়। ব্যাংকের কর্মীদের আবেগ-অনুভূতিকে আঘাত দেওয়ার জন্য আমরা এ কাজ করিনি। যা হোক, সব মিডিয়া থেকে আমরা বিজ্ঞাপনটি তুলে নিয়েছি।’

এর আগে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমার কাছে এটা আবেগঘন মুহূর্ত৷ যতবার দেখছি, চোখে জল চলে আসছে। কন্যাসন্তানই সেরা।’