'গানের কথা শুনে কেঁদে দিই'

বাবা শহীদুজ্জামান সেলিম ও মা রোজী সিদ্দিকীর সঙ্গে সানজানা
বাবা শহীদুজ্জামান সেলিম ও মা রোজী সিদ্দিকীর সঙ্গে সানজানা

জীবনের প্রথম গান গাইতে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কাঁদলেন অভিনয়শিল্পী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকের মেয়ে সানজানা খান শ্রীমা। ‘আমার গল্প শুনাইস’ শিরোনামের গানের কথাগুলো তাঁর হৃদয় স্পর্শ করেছে। তাই তো গানটি গাওয়ার সময় চোখ থেকে টপটপ করে পানি ঝরেছে। আজ বুধবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে প্রথম আলোর সঙ্গে গানটি নিয়ে বললেন তিনি।

ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন সানজানা। পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। এসব নাটকে তাঁর কাজ করার সুযোগ হয়েছে আফজাল হোসেন, দিতি, তাজিন আহমেদ, আফসানা মিমিসহ আরও অনেকের সঙ্গে। সেই সানজানা স্কুল-কলেজ পেরিয়ে এখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখন তাঁর মন ছুটেছে গানের দিকে। বিশ্ববিদ্যালয়ের ছুটির ফাঁকে এবার দেশে এসে গানে কণ্ঠও দিলেন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও মা-বাবা সানজানাকে গানের তালিম দিয়েছেন। শুরুটা ছিল বাসায়, এরপর ছায়ানটে ভর্তি করিয়ে দেন। সানজানা বলেন, ‘চার বছর বয়স থেকে গান শিখছি। সাড়ে আট বছর ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছি। পড়াশোনার ব্যস্ততায় আর গান করা হয়নি।’

দেশের বাইরে পড়তে যাওয়ার আগে এক বছর কথাবন্ধু হিসেবে রেডিওতে কাজ করেন সানজানা খান। তবে কখনো পরিবার আর বন্ধুদের বাইরে অন্য কারও সামনে গান করা হয়নি। সানজানা বললেন, ‘আসলে কখনো সবার সামনে গান করিনি। তাই প্রথম দিন রেকর্ডিংয়ের সময় খুব নার্ভাস ছিলাম। অস্ট্রেলিয়ায় আসার দিন মগবাজারের স্টুডিওতে গেলাম। রেকর্ড করতে শুরু করলাম। তিন-চারবার গাওয়ার পর রেকর্ডিং শেষ হয়। সেদিন রাতেই চলে আসি অস্ট্রেলিয়ায়।’

‘আমার গল্প শুনাইস’ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। তিনি বলেন, ‘সানজানা পেশাদার সংগীতশিল্পী নয়। মা-বাবার ইচ্ছায় গানটি গেয়েছে। প্রথম গান গাইতে গেলে অনেকে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে সাহস পায় না, কিন্তু সানজানা খুবই প্রাণবন্ত ছিল। আমি বলব, প্রথম গান হিসেবে সে অসাধারণ গেয়েছে।’

স্যাড-রোমন্টিক ও লোকধাঁচের গান ‘আমার গল্প শুনাইস’ এবার ঈদে অথবা ঈদের পর যেকোনো ব্যানার থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সানজানার।