গানে গানে বঙ্গবন্ধুকে স্মরণ

ফাহমিদা নবী, শফিক তুহিন, লুমিন, সৈয়দ শহীদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ফাহমিদা নবী, শফিক তুহিন, লুমিন, সৈয়দ শহীদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আগামীকাল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। এবার সেই দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুকে স্মরণ করে তৈরি হয়েছে কিছু গান। জানা গেছে, আজ মঙ্গলবার রাতের মধ্যে গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

ফাহমিদা নবীর গানটির শিরোনাম ‘পিতার রক্তে রঞ্জিত’। সুজন হাজংয়ের লেখা ও যাদু রিছিলের সুরে এই গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির প্রথম দুটি লাইন হলো, ‘পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি/ তাঁর রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি’। ফাহমিদা নবী বলেন, ‘এই গানের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি সম্মান, অহংকার, বিষাদ, দেশপ্রেম, হাহাকার, প্রার্থনা এবং বিজয় সব অনুভূতিই প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি।’

ফিডব্যাক ব্যান্ডের কণ্ঠশিল্পী লুমিন গেয়েছেন ‘বঙ্গবন্ধু’ শিরোনামের একটি গান। মেহেরপুর জেলার মুজিবনগর এবং ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। সাজেদ ফাতেমীর সুরে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আর মৃত্যু নিয়ে গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ। আর সংগীতায়োজন করেছেন জে আর সুমন।

গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘এই গানের কথা ও সুর দুটোই আমার ভীষণ মনে ধরেছে। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে নিয়ে গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই গানের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে অনুভব করবে।’

বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন দুরবিন ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী সৈয়দ শহীদ। ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন ও সুর করেছেন রেজোয়ান শেখ। শহীদ বলেন, ‘ক্লাস সেভেনে পড়ার সময় বঙ্গবন্ধুর ভাষণ শুনি। ১৯৮৪ সালে সেই ভাষণ প্রথম শোনার পর নিজেকে ঠিক রাখতে পারিনি। সেই বছর ১৫ আগস্ট নিজের এলাকা চট্টগ্রামের মোহরায় বঙ্গবন্ধুর ভাষণ মাইকে বাজিয়ে দিই। এ নিয়ে তখন অনেক কটু কথাও শুনতে হয়েছিল। কিন্তু দমে যাইনি। আজ অনেক বছর পর নিজের কণ্ঠে বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে নিয়ে গান গাওয়ার সৌভাগ্য হলো।’

গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন বঙ্গবন্ধুকে নিয়ে যে গানটি গেয়েছেন, তার শিরোনাম ‘শোকের গান’। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি আরেকটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘মুজিব মানে স্বাধীনতা’। এ বছর মার্চ মাসে প্রকাশিত হয় গানটি। ‘শোকের গান’-এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন নিজেই। যৌথভাবে গানটির কথা লিখেছেন শফিক তুহিন ও আবু সায়েম চৌধুরী। গানটির প্রথম কয়েকটি লাইন হলো, ‘হয়তো তখন শেষ ভোরের আজান/ গাইছিল পাখি সকালের গান/ ইথারে ইথারে জানল পৃথিবী/ কলঙ্কের ইতিহাস’। শফিক তুহিন বলেন, ‘স্বাধীন বাংলাদেশে বসবাস করছি যাঁর বদৌলতে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন সংগীতকর্মী হিসেবে গানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি শুধু।’

ফাহমিদা নবী, লুমিন, সৈয়দ শহীদ, শফিক তুহিন ছাড়া বঙ্গবন্ধু স্মরণে শিল্পী বিশ্বাস, হাবিব মোস্তফা নামের আরও দুজন গান গেয়েছেন। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জাতীয় শোক দিবস উপলক্ষে সুজেয় শ্যামের সুর ও সংগীতে পূর্ণাঙ্গ গানের অ্যালবাম প্রকাশ করছে।