'দর্শকেরা কী দেখেন?'

ওয়ার্দা রিহাব
ওয়ার্দা রিহাব

‘দর্শকেরা কী দেখেন?’ প্রশ্ন ছুড়ে দেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। পরক্ষণে নিজেই উত্তর দেন, ‘মডেল আর নায়ক-নায়িকাদের নাচ দেখে। তাঁদের তো সিনেমা আর বিজ্ঞাপনেই দেখা যায়। আবার নাচের অনুষ্ঠানে কেন? তাঁরা তো নাচের লোক নন।’ মডেল ও অভিনয়শিল্পীদের দিয়ে টেলিভিশনে নাচের অনুষ্ঠান করানোয় বেশ কয়েক বছর ধরে প্রতিবাদ করছেন ঢাকার নৃত্যশিল্পীরা। অবশেষে টনক নড়তে শুরু করেছে অনুষ্ঠানের নির্মাতাদের। নৃত্যানুষ্ঠানগুলো এখন করছেন নিয়মিত নৃত্যশিল্পীরাই। নানা ঘরানার নাচের সমন্বয়ে উৎসবের অনুষ্ঠানগুলোতে এখন থেকে থাকবেন তাঁরা।

ফ্লেমেনকো ও সমসাময়িক নৃত্যের সম্মিলন
ফ্লেমেনকো ও সমসাময়িক নৃত্যের সম্মিলন

ঈদের দ্বিতীয় দিন রাত নয়টায় এনটিভিতে দেখা যাবে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যযোগ’। অনুষ্ঠানে দেখা যাবে শাস্ত্রীয় বিভিন্ন নৃত্যের সঙ্গে সমসাময়িক ধারার নাচের মিশ্র উপস্থাপনা। এতে শাস্ত্রীয় নৃত্যকে আর দুর্বোধ্য লাগবে না। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা ও সঞ্চালনা করেছেন মণিপুরী নাচের শিল্পী ওয়ার্দা রিহাব। প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।

এলইডি পোশাক পরে নাচ করছেন শিল্পীরা
এলইডি পোশাক পরে নাচ করছেন শিল্পীরা


ঈদের টিভিতে দর্শক কেন এই অনুষ্ঠান দেখবেন? জানতে চাইলে ওয়ার্দা রিহাব বলেন, ‘আমরা বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সমসাময়িক নৃত্যের ফিউশন করেছি। এখানে কোনো প্রকার কনফিউশনের জায়গা নেই। যেমন মণিপুরীর সঙ্গে ফিউশন করা হয়েছে সমসাময়িক নাচ, হিপহপ, কালারিপায়াট্টু ও তানৌরা। দেখা যাবে কত্থকের সঙ্গে ট্যাপ, জ্যাজ ও ফ্লেমেনকোর ফিউশন। এ ছাড়া থাকবে এলইডি লাইট ড্যান্স। এলইডি লাইট স্থাপন করে এ নাচের পোশাক তৈরি করা হয়েছে। বিদেশে বেশ কিছু অনুষ্ঠানে দেখে এটা করেছি। নাচ শুরু হওয়ার আগে প্রতিটি নাচের উৎপত্তি ও প্রসার প্রসঙ্গে তথ্য জানানো হবে। বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক এ তথ্যগুলো নৃত্যশিল্পী ও সাধারণ দর্শকদের আলোকিত করবে। এমন তথ্যবহুল বিনোদনমূলক অনুষ্ঠান কিন্তু খুব একটা হয় না টিভিতে।’

‘নৃত্যযোগ’ অনুষ্ঠানে মণিপুরীর সমন্বয়ে সমসাময়িক নৃত্য
‘নৃত্যযোগ’ অনুষ্ঠানে মণিপুরীর সমন্বয়ে সমসাময়িক নৃত্য


এ অনুষ্ঠানে যাদের নিয়ে কাজ করেছেন, তারা কারা? তাদের নির্বাচন করলেন কীভাবে? ওয়ার্দা বলেন, ‘এরা সবাই প্রতিভাবান নৃত্যশিল্পী। কেউ বৃত্তি নিয়ে বিদেশ থেকে নৃত্যে পড়ালেখা করে এসেছে, কেউ প্রশিক্ষণ নিয়ে এসেছে। এদের পরিবেশনা অসাধারণ লাগবে। কেননা, দর্শক গতানুগতিক নাচের অনুষ্ঠান দেখতে দেখতে ক্লান্ত। আর হিপহপের গ্রুপটা রংপুরের। দেশের অনেক জায়গা থেকে আসা হিপহপ ড্যান্স গ্রুপের মধ্য থেকে এদের নির্বাচন করা হয়েছে।’

কত্থক ও ট্যাপের ফিউশন দেখা যাবে এই অনুষ্ঠানে
কত্থক ও ট্যাপের ফিউশন দেখা যাবে এই অনুষ্ঠানে