'জান্নাত' ঈদের ছবি না!

মাহিয়া মাহি
মাহিয়া মাহি

এবার পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত দুটি ছবি, ‘মনে রেখ’ ও ‘জান্নাত’। একটি ছবিতে মাহির নায়ক হিসেবে অভিনয় করেছেন কলকাতার বনি সেনগুপ্ত আর অন্যটিতে সাইমন সাদিক। ঈদের চারটি ছবির দুটির নায়িকা তিনি। এ দুই ছবি নিয়ে আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বললেন মাহিয়া মাহি।

কেমন আছেন?
এই তো ভালো।

বাসায়?
হ্যাঁ।

কী করছেন?
বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি।

কোথায় যাবেন?
বাসার সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব, খাওয়া-দাওয়া করব।

বিশেষ কোথাও যাবেন, কোনো বন্ধুর বাসায়?
না। বন্ধুরা সবাই গ্রামে চলে গেছে।

ঈদের দিন কী করেছেন?
বাসার সবার সঙ্গে সময় কাটালাম। কোরবানি দেওয়া হয়েছে। সেগুলো নিয়েই ছিলাম।

আপনার বর কোথায়?
গত পরশু সিলেট গেছে। তাকে বলেছি, ঈদের কয়েকটা দিন একটু ঘুরব। ও দুই-তিন দিন পর আসবে।

তাঁকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে?
প্ল্যান আছে। দেখি কোথায় নিয়ে যায়।

ঈদে আপনার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। হলে গিয়ে সিনেমা দেখবেন?
হ্যাঁ, কাল শুক্রবার দেখব। বাসার সবাইকে নিয়ে যাব।

‘মনে রেখ’ ছবির দৃশ্যে মাহিয়া মাহি
‘মনে রেখ’ ছবির দৃশ্যে মাহিয়া মাহি

কোনটা দেখবেন, ‘মনে রেখ’, নাকি ‘জান্নাত’?
‘মনে রেখ’।

এটা কেন?
আমার বাসার কাছে যে হলটা, সেখানে এই ছবি চলছে।

‘মনে রেখ’ ছবির নায়ক বনি সেনগুপ্ত কেমন?
খুব ভালো একটা ছেলে। ভারতের অনেক শিল্পীর সঙ্গে আমি কাজ করেছি। কিন্তু বনির সঙ্গে কাজ করতে ভালো লেগেছে।

এত প্রশংসা কেন করছেন?
ওর সঙ্গে আমি আসলে সিনেমার কাজ করিনি, মনে হয়েছে পিকনিকে ছিলাম। সকালে সেটে গিয়ে ওর সঙ্গে আগে আড্ডা দিতাম। আমি কখনো কোনো হিরোর সঙ্গে মেকআপ নিই না। সব সময় একটু রিজার্ভ থাকি। কিন্তু ওর সঙ্গে সে রকম থাকতে পারিনি। আমরা একসঙ্গেই থাকতাম, ওর মেকআপ আমি দিয়ে দিতাম। বনি খুব মিশুক ছেলে।

‘জান্নাত’ ছবির দৃশ্যে সাইমন সাদিক ও মাহিয়া মাহি
‘জান্নাত’ ছবির দৃশ্যে সাইমন সাদিক ও মাহিয়া মাহি

‘জান্নাত’ কটি প্রেক্ষাগৃহে চলছে?
আসলে ঈদের সময় এই ছবিটা মুক্তি দেওয়া একটা ভুল সিদ্ধান্ত। ‘জান্নাত’ ঈদের ছবি না। এটা ‘পোড়ামন’ টাইপের ছবি। ঈদে যেহেতু অনেক ছবি মুক্তি পেয়েছে, তাই এ ছবিটি ধীরে-সুস্থে রিলিজ দেওয়া উচিত ছিল। অনেক হলে দেওয়া দরকার ছিল। সবাই তাহলে ছবিটা এনজয় করতে পারতেন। আমার ফেবারিট ছবি ‘জান্নাত’।

‘মনে রেখ’ ভালো লাগেনি?
এ ছবিতে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। দর্শকের কাছে কেমন লাগবে, সেটাই এখন দেখার অপেক্ষায় আছি।

দুই দিন তো হলো, ছবি দুটি কেমন চলছে?
জানি না। জানতে চাই না। ভয় লাগে। এখন খবর নেব না। আসলে শুক্রবারের পর বোঝা যাবে কোন ছবি কেমন চলছে।