গান থেকে শিল্পী হাওয়া!

পড়শি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
পড়শি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘জান্নাত’ ছবির ‘যদি এক পলকে’ গান থেকে শিল্পীদের নাম হাওয়া হয়ে গেছে। গানটির বিপণনকারী প্রতিষ্ঠান বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে গানটির শিল্পী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো তথ্য যুক্ত করেনি প্রতিষ্ঠানটি। বরং হ্যাশট্যাগে যুক্ত করা হয়েছে কেবল ‘বঙ্গ বিডি’, ‘জান্নাত-২০১৮’ ও ‘মাহিয়া মাহি’। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গানটির অন্যতম শিল্পী পড়শি। ‘যদি এক পলকে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি ও আরেফিন রুমি।

গত সোমবার বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ছবির ‘যদি এক পলকে’ গানটি। এতে ঠোঁট মিলিয়েছেন নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে এ গান সম্পর্কে শুধু এ তথ্যটুকুই দেওয়া হয়েছে। গীতিকার এস কে দীপ, সুরকার ইমন সাহা, শিল্পী আরেফিন রুমি ও পড়শি, সংগীত পরিচালক আরেফিন রুমি ও চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নাম নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন পড়শি। সেখানে এই আচরণকে অপেশাদার বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি হতাশাও ব্যক্ত করেন।

আজ শুক্রবার দুপুরে পড়শি প্রথম আলোকে বলেন, ‘বঙ্গ বিডি এত ভালো একটা প্রতিষ্ঠান, অথচ গানের সঙ্গে তারা সংশ্লিষ্ট কারও নাম উল্লেখ করেনি, ব্যাপারটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পীদের নাম প্রকাশ না করলে ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রিতে খারাপ প্রভাব পড়বে। এই গানে না করলেও পরে যেন তারা বিষয়টি খেয়াল রাখে, এটাই জানাতে চেয়েছি।’

বঙ্গ বিডির কর্মকর্তা আবদুল্লাহ জহির বাবু প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় শিল্পীদের নাম উল্লেখ করি। “যদি এক পলকে” গানটি যাঁরা প্রকাশ করতে আমাদের দিয়েছেন, তাঁরাই বিস্তারিত তথ্য দেননি। তা ছাড়া ঈদের সময় অফিস বন্ধ হয়ে যাওয়ায় সেটা আপডেট করা সম্ভব হয়নি।’

‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক প্রথম আলোকে বলেন, ‘বঙ্গ বিডিকে সব তথ্যই দেওয়া হয়েছে। যদি আমি না-ও দিতাম, তবু অন্তত ফোনে তথ্যগুলো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল।’

বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে ‘যদি এক পলকে’ গানে সংশ্লিষ্টদের তথ্য নেই
বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে ‘যদি এক পলকে’ গানে সংশ্লিষ্টদের তথ্য নেই

১৪ আগস্ট ‘জান্নাত’ ছবিতে বাপ্পা মজুমদার ও কোনালের গাওয়া ‘খুব বলতে ইচ্ছে হয়’ গানটিতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যুক্ত করা হয়নি। পরে ফোনে অভিযোগ করলে ঈদের আগের রাতে ওই গানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সংযুক্ত করা হয়।

এ ঘটনায় আক্ষেপ করে পড়শি বলেন, ‘গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পীদের নিয়ে দলীয় প্রচেষ্টার মাধ্যমে একটি গান তৈরি হয়। সুতরাং ওই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার তথ্য থাকা উচিত।’

এদিকে পরে জানা গেছে, আজ বিকেলে গানটির সঙ্গে শিল্পী ও অন্যদের নাম যুক্ত করেছে বঙ্গ বিডি কর্তৃপক্ষ।