শনিবার 'ক্লিন ঢাকা কনসার্ট'

ক্লিন ঢাকা কনসার্টে গান করবে মাইলস
ক্লিন ঢাকা কনসার্টে গান করবে মাইলস

ক্লিন ঢাকা কনসার্টে গান করবে মাইলস, ফিডব্যাক, ডিফরেন্ট টাচ, নেমেসিস, তপু ও যাত্রী এবং বন্ধুজনা। আরও থাকবেন আবু হেনা রনি ও শাওন মজুমদার। কনসার্টটি আয়োজন করেছে যৌথভাবে নাগরিক ঢাকা ফাউন্ডেশন ও বৈশাখী টেলিভিশন। আগামী শনিবার ‘বসুন্ধরা কনভেনশন সেন্টার ২’ মিলনায়তনে কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্ট উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

কনসার্টে গান করবে ফিডব্যাক
কনসার্টে গান করবে ফিডব্যাক

‘ক্লিন ঢাকা কনসার্ট’ নিয়ে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘ঢাকা শহর সবার। এই ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এই কনসার্ট উপলক্ষে আমরা একটি স্লোগান সামনে এনেছি—দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন। আমরা বলব, এ আয়োজনে সবাই অংশ নিন এবং সমাজসচেতনতায় এগিয়ে আসুন।’

নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি নাঈম হোসেন বলেন, ‘ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আমরা এবারই প্রথম বৈশাখী টেলিভিশনের সঙ্গে ক্লিন ঢাকা কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। ভবিষ্যতে নাগরিক ঢাকা ফাউন্ডেশন আরও নতুন নতুন কর্মকাণ্ড নিয়ে সামনে আসবে।’

কনসার্টে গান করবে নেমেসিস
কনসার্টে গান করবে নেমেসিস

‘ক্লিন ঢাকা কনসার্ট’ আয়োজনের প্রধান সমন্বয়ক বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান আহসান কবির। জানালেন, কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। তিনি বলেন, ‘নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশা করি, সবাই কনসার্টটি উপভোগ করবেন।’