ক্যাটরিনার প্রেমে পড়েছেন আমির!

আমির খান ও ক্যাটরিনা কাইফ
আমির খান ও ক্যাটরিনা কাইফ

আমির খান নাকি ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছেন! তা-ও আবার আজকে নয়, সেই ২০১৩ সাল থেকে। তখন তাঁরা একসঙ্গে ‘ধুম থ্রি’ ছবির শুটিং করেছেন। এত দিন ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন। আর তা সম্ভব হলো না। চলে এসেছে সামনে। কোনো রাখঢাক না রেখে বলেই ফেললেন, ‘সেই “ধুম থ্রি”র সময় থেকে ক্যাটরিনার প্রেমে পড়েছি, তবে কিছুতেই বলতে পারিনি। কেউ যদি আমার হয়ে তাঁকে এ কথা জানিয়ে দেন, তাহলে খুব ভালো হয়।’ আমির খানের কাছ থেকে এমন সরল স্বীকারোক্তি শুনে সবাই অবাক। তবে এ ব্যাপারে ক্যাটরিনা কাইফের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে ক্যাটরিনা কাইফের লুক
‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে ক্যাটরিনা কাইফের লুক

আমির খানের ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই ছবিতে ক্যাটরিনা কাইফের লুক কেমন হবে, তা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। আজ শুক্রবার দুপুরে ইউটিউবে এসেছে লুকটি। ছবিতে ক্যাটরিনা কাইফের চরিত্রের নাম ‘সুরাইয়া জান’। ছবিতে দেখা যায়, গর্জিয়াস লেহেঙ্গা, নাকে নথ আর হাতে মেহেদি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা কাইফ। সুরাইয়া জানের সঙ্গে ‘চিকনি চামেলি’ লুকের ক্যাটরিনা কাইফের দারুণ মিল। আমির খান টুইটারে লিখেছেন, ‘সুরাইয়া জান সবচেয়ে সুন্দরী ঠগ!’

‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে অমিতাভ বচ্চনের লুক
‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে অমিতাভ বচ্চনের লুক

‘থাগস অব হিন্দোস্থান’ ছবির শিল্পীদের লুক সামনে আসার পর একের পর এক চমক দেখাচ্ছেন আমির খান। শুরুতেই এসেছে অমিতাভ বচ্চনের লুক। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘খুদা বক্স’। মোশন পিকচারে দেখা গেছে, একটা বাজপাখি উড়ে এসে জাহাজে রাখা কামানের ওপর বসছে। আর অমিতাভ বচ্চনকে দেখা গেছে যুদ্ধের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে। এই ছবিতে অভিনয় করেছেন ‘দঙ্গল কন্যা’ ফতিমা সানা শেখ। তিনি ‘যুদ্ধবাজ’ জাফাইরা। তাঁর লুক প্রকাশ করে আমির খান লিখেছেন, ‘যুদ্ধবাজ ঠগ! তাঁর থেকে দূরে থাকুন।’ একজন ব্রিটিশ অভিনেতা অভিনয় করেছেন। তাঁর নাম লয়েড ওয়েন। ছবির চরিত্রের নাম ‘ক্লাইভ ওয়েন’। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমির খান লিখেছেন, ‘তিনি লয়েড ওয়েন। তাঁকে সেই রবার্ট ক্লাইভের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন।’

‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে ফাতিমা সানা শেখের লুক
‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে ফাতিমা সানা শেখের লুক

আগেই জানা গেছে, ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে ইউরোপের মাল্টা উপকূলে। ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। ফিলিপ মিডোস টেইলরের লেখা উপন্যাস ‘কনফেশন অব এ ঠগ’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।