বুসানে আজ ১১ জন নির্মাতার 'ইতি, তোমারই ঢাকা'

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্য
‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্য

দক্ষিণ কোরিয়ার ২৩তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ রোববার বাংলাদেশের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’র প্রদর্শনী হচ্ছে। ছবিটির নির্বাহী প্রযোজক নির্মাতা আবু শাহেদ ইমন জানান, ছবিটির ইংরেজি ও কোরিয়ান ভাষার সাবটাইটেল করা হয়েছে। ছবির ইংরেজি নামকরণ করা হয়েছে ‘সিনসিয়ারলি ইয়োরস, ঢাকা’। বুসান উৎসবে ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটির আরও দুটি প্রদর্শনী হবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার।

ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে রাজধানী ঢাকাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন ১১ জন নির্মাতা। এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ‘ভ্যারাইটি’। এই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আবু শাহেদ ইমন বলেন, ‘ভাবনাটি আমার মাথায় অনেক দিন থেকে ঘুরছিল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াতে সিনেমা নিয়ে পড়াশোনার সময় ভেবেছি আমি বাংলাদেশে ফিরে যাব এবং সেখানকার চলচ্চিত্র নিয়ে কিছু করব। স্বাধীন বাংলাদেশের প্রথম ফিচার ফিল্মের নাম ছিল “ওরা এগারো জন”। সেই ভাবনা থেকে নতুন প্রজন্মের এই ১১ জন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করা। এরপর ২০১৭ সালের ডিসেম্বর থেকে চার মাস আমরা এই কাজটির জন্য ওয়ার্কশপ করেছি।’

বুসান উৎসবে আবু শাহেদ ইমন
বুসান উৎসবে আবু শাহেদ ইমন

‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে ইমন আরও বলেন, ‘চলচ্চিত্রের মূল বিষয় রাজধানী ঢাকা। এই চলচ্চিত্রে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও ফুটে উঠেছে সেখানে।’

আবু শাহেদ ইমন প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটা উৎসবে আমাদের তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রটির প্রদর্শনী হচ্ছে; আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ১১ জন তরুণ পরিচালক। তাঁরা হলেন: আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী। ছবিটির মহরত করা হয় এ বছরের ১২ এপ্রিল। তারপর থেকেই নির্মাতারা ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং শুরু করেন।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর ৪ অক্টোবর শুরু হয়েছে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। উৎসবে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার হচ্ছে।

‘ইতি, তোমারই ঢাকা’র নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান।