কলকাতায় দুই সংগীতশিল্পীর মূর্তি উন্মোচন

শচীন দেববর্মন এবং কিশোর কুমারের মূর্তি উন্মোচন করেন অমিত কুমার। ছবি: ভাস্কর মুখার্জি
শচীন দেববর্মন এবং কিশোর কুমারের মূর্তি উন্মোচন করেন অমিত কুমার। ছবি: ভাস্কর মুখার্জি

সংগীত জগতের দুই প্রথিতযশা শিল্পী শচীন দেববর্মন এবং কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের দুজনের মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো। আর এই মূর্তির উন্মোচন করেন কিশোর কুমারের ছেলে সংগীতশিল্পী অমিত কুমার। গতকাল সোমবার দক্ষিণ কলকাতার সাউদার্ন অ্যাভিনিউর বুলেভার্ডে কিশোর কুমারের পাশাপাশি শচীন দেববর্মনের মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কলকাতা পৌর করপোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার, সংগীতশিল্পী সৈকত মিত্র, অন্তরা চৌধুরীসহ বিশিষ্টজনেরা।

অমিত কুমার বলেন, ‘উপমহাদেশের এই প্রথিতযশা দুই শিল্পীর মূর্তি উন্মোচন করতে পেরে আমি গর্বিত। এর আগে এখানে বসানো হয়েছে আরেক সংগীতশিল্পী রাহুল দেব বর্মণের মূর্তি। আমার বাবার সঙ্গে শচীন দেববর্মনের ছিল মধুর সম্পর্ক। তাঁরা দুজন জুটি বেঁধে গান গেয়েছেন।’

শচীন দেববর্মনের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর এবং জীবনাবসান হয় ১৯৭৫ সালের ৩১ অক্টোবর, আর কিশোর কুমারের জন্ম ১৯২৯ সালের ৪ আগস্ট এবং জীবনাবসান হয় ১৯৮৭ সালের ১৩ অক্টোবর। এই দুই প্রথিতযশা শিল্পীর জীবনাবসান হয় এই অক্টোবর মাসেই। তাই এ মাসে উন্মোচন করা হলো এই দুজন শিল্পীর মূর্তি।