হুমায়ূন আহমেদের জন্মদিনে টিভি আয়োজন

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০ তম জন্মদিন। সাহিত্যের পাশাপাশি হুমায়ূন আহমেদ নাটক, চলচ্চিত্র ও গানের জগতেও রেখেছেন বিশেষ অবদান। আজ দেশের টিভি চ্যানেলগুলো নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করবে তাঁকে।

চ্যানেল আই প্রাঙ্গণে আজ বেলা ১১টা ৫ মিনিটে শুরু হবে ‘হুমায়ূন মেলা’। এটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি দেখানো হবে। একই চ্যানেলে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা।

হুমায়ূন আহমেদ স্মরণে এনটিভিতে সকাল ৮টা ২০ মিনিটে সংগীতশিল্পী সেলিম চৌধুরীর অংশগ্রহণে থাকছে ‘আজ সকালের গান’-এর বিশেষ পর্ব। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘শুভসন্ধ্যা’য় থাকবেন দেবী নির্মাতা অনম বিশ্বাস। তিনিও কথা বলবেন হুমায়ূন আহমেদকে নিয়ে।

বাংলাভিশনে আজ দিনভর থাকবে হুমায়ূন স্মরণে বিশেষ আয়োজন। এর মধ্যে ‘নীলপদ্মের ছোঁয়া’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল ৯টা ৫ মিনিট, ১০টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ৫ মিনিটে। বেলা ১১টা ৫ মিনিটে একই চ্যানেলে ‘সকাল বেলার রোদ্দুর’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রাণ রায়।

মাছরাঙা টিভিতে বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে ‘সিনে টিউন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে শ্যামল মাওলা ও অর্ষা অভিনীত নাটক হুমায়ূন সমীপে। এটি রচনা ও পরিচালনা করেছেন সৌর্যদীপ্ত সূর্য।