আবার বড় পর্দায় অপি করিম

অপি করিম
অপি করিম

প্রায় ১৫ বছর পর নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী অপি করিম। ছবির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। অপি করিম এখন আছেন কলকাতায়। জানালেন, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। অপি করিম সর্বশেষ অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে ২০০৪ সালে।

জানা গেছে, ‘ডেব্রি অব ডিজায়ার’ ছবিতে অপির চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। কলকাতার পর ঢাকায় ছবিটির কিছু অংশের শুটিং হবে।

এ ছবিতে অপির স্বামীর চরিত্রে অভিনয় করছেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। জানা গেছে, যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় এই ছবিকেই প্রথম অনুমোদন দেওয়া হয়।

‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। তাঁর সঙ্গে মিলে এটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ। প্রাথমিকভাবে ছবিটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। তবে এটি পরিবর্তন করা হবে।

অপি করিম
অপি করিম

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্পকে এক ফ্রেমে নিয়ে আসার ব্যাপারে ইন্দ্রনীল রায়চৌধুরী ও জসীম আহমেদ জানান, দুটি আলাদা গল্প। তবে চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষে গিয়ে দুটি গল্প মিলে যায় একই মোহনায়।

২০১৩ সালে ‘ফড়িং’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন ইন্দ্রনীল রায়চৌধুরী। এরপর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ ছবি দুটি পরিচালনা করেন তিনি। ছবি দুটিতে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

অন্যদিকে, জসীম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘আ পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’। ‘ওয়ার্ল্ড হোম অব শর্টস মুভিজ’ খ্যাত শর্টস ইন্টারন্যাশনাল তাঁর তিনটি ছবিরই বিশ্ব পরিবেশনার জন্য চুক্তি করেছে।