আইয়ুব বাচ্চু স্মরণে কলকাতায় কনসার্ট

আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড তারকা প্রয়াত আইয়ুব বাচ্চুকে এবার গানে গানে স্মরণ করা হবে কলকাতায়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ আর ভারতের কলকাতার শিল্পীদের নিয়ে এই ওপেন এয়ার কনসার্ট আয়োজন করেছে ‘ক্যাফে কবিরা’ নামের একটি সংগঠন। ‘দুই বাংলা রকবাজি’ শিরোনামে এই কনসার্ট হবে ২৪ নভেম্বর, কলকাতার পাটুলি মেলা প্রাঙ্গণে। কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত নয়টা পর্যন্ত।

‘দুই বাংলা রকবাজি’ কনসার্টে গান করবেন কলকাতার শিল্পী অনিন্দ্য (শহর), অভিজিৎ বর্মণ ও সৌমিত্র রায় (ভূমি), উপল (চন্দ্রবিন্দু), গাবু (লক্ষ্মীছাড়া), বুলা ও বাপি (মহীনের ঘোড়াগুলি), শিলাজিৎ, সিধু, ব্রহ্মখ্যাপা এবং দেব চৌধুরী। থাকবেন ঢাকার শিল্পী মাকসুদুল হক (মাকসুদ ও ঢাকা), লিংকন ডি কস্তা, জেকব ডায়াস ও সুব্রত বড়ুয়া রনি।

গত ১৮ অক্টোবর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু।