ইউটিউবে আসবে 'দি ডিরেক্টর'

‘দি ডিরেক্টর’ ছবিতে পপি ও মারজুক রাসেল
‘দি ডিরেক্টর’ ছবিতে পপি ও মারজুক রাসেল

জাতীয় সংসদ নির্বাচনের পর ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান কামু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। ২০১৩ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর আটকে যায় ছবিটি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহের পরিবর্তে ইউটিউব চ্যানেল সান বিডিটিউবে মুক্তি পাবে ছবিটি।

২০১৩ সালে ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর আটকে যায় কামরুজ্জামান কামুর ছবি ‘দি ডিরেক্টর’। ওই সময় মুক্তি তো দূরের কথা, নানা অভিযোগ ওঠে ছবিটি নিয়ে। দীর্ঘদিন পর চলচ্চিত্র সেন্সর বোর্ড ২০১৫ সালে ছবিটির ছাড়পত্র দেয়। কিন্তু ওই সময় প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার নতুন করে চলছে তোড়জোড়, ইউটিউবে নিজস্ব চ্যানেলে ছবিটি অবমুক্ত করবেন পরিচালক। কামরুজ্জামান কামু বলেন, ‘ছবিটি করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি। আশা করছি, ইউটিউব থেকে হয়তো খরচের কিছু টাকা অন্তত তুলে আনতে পারব।’

কী হয়েছিল এ ছবি নিয়ে? কামরুজ্জামান কামু বলেন, ‘অনেক দিন আগের কথা সেসব। “দি ডিরেক্টর” নিয়ে এখনো পর্যন্ত যা হয়েছে, সেগুলো নিয়ে আরও একটা ছবি বানিয়ে ফেলা যাবে। এখন আর সেসব মনে করতে চাই না। মুক্তির পর আগ্রহীরা ছবিটা দেখুন। তাঁরা বলুন, কী এমন ছিল যে সেটার জন্য মুক্তি আটকে দিতে হয়েছিল।’ আবার কবে সিনেমা তৈরি করবেন? তিনি বলেন, ‘এখন কবিতা ও গান লিখছি। গানগুলো একটা একটা করে ইউটিউবে মুক্ত করব। এর মধ্যে একটু গুছিয়ে নিয়ে দুই বছর পর আবারও ছবি বানাব।’

ইতিমধ্যে ‘দি ডিরেক্টর’ ছবির একটি গান প্রকাশ করা হয়েছে বিডিটিউব চ্যানেলে। ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’। গানটি লিখেছেন মারজুক রাসেল। কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক রাসেল। এ ছাড়া ছবির ‘হাতের ওপর হাতের পরশ রবে না’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান কামু। ‘দি ডিরেক্টর’ ছবিতে অভিনয় করেছেন পপি, মোশাররফ করিম, মারজুক রাসেল, নাফা, কামরুজ্জামান কামু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ প্রমুখ।