গানটি কাউকে দিতে চাননি ইমরান

‘বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিওতে ইমরান
‘বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিওতে ইমরান

কয়েক বছর ধরেই চলচ্চিত্র আর অডিও মাধ্যমে গান গাইছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমরান। পাশাপাশি বিশেষ দিবস উপলক্ষে শ্রোতাদের গান উপহার দেন। এবার বিজয় দিবস উপলক্ষে তিনি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন। গানটির শিরোনাম ‘বাংলাদেশ’। জানালেন, আগামীকাল শনিবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি তিনি প্রকাশ করবেন।

দেশের গান ইমরান এর আগেও গেয়েছেন। তবে সেটি ছিল দ্বৈত কণ্ঠে গাওয়া। বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাওয়া গানটির শিরোনাম ছিল ‘সুপ্রিয় বাংলাদেশ’। গানটি ইমরানের প্রথম একক অ্যালবামে আছে। গানটির কথা লিখেছিলেন রবিউল ইসলাম জীবন। নতুন গানের কথাও একই গীতিকারের লেখা। ‘বাংলাদেশ’ গানটিতে রয়েছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশের পরিচয়, প্রাকৃতিক সৌন্দর্য ও দেশকে ভালোবাসার আহ্বান।

‘বাংলাদেশ’ গান নিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছেন ইমরান। ১১ ও ১২ ডিসেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্য ধারণের কাজ হয়েছে। এখন চলছে চূড়ান্ত সম্পাদনার কাজ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

‘বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিওতে ইমরান
‘বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিওতে ইমরান

নতুন গান নিয়ে ইমরান প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্র আর অ্যালবামে অনেক গান করার সৌভাগ্য হয়েছে। হিসেব করে দেখলাম, আমার একক কোনো দেশাত্মবোধক গান নেই। ডিসেম্বর মাসে দেশের গান নিয়ে একটা আবেগ কাজ করছে। দেশের গানের জন্য এখনই সময়। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতি ভালোবাসা আর এই সুন্দর দেশটি যাঁরা আমাদের এনে দিয়েছেন, সেই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা উপলক্ষও বলতে পারেন। আমি যেহেতু সংগীতশিল্পী, সংগীতই আমার কথা বলার শক্তি। তাই তো গানে গানে কিছু বলার চেষ্টা করেছি।’

ইমরান আরও বলেন, ‘যাঁরা শুনবেন, তাঁরা গানটির সঙ্গে একাত্ম হতে পারবেন। আমি বিশ্বাস করি, গানটি আমার সংগীতজীবনেও একটা ভিন্ন মাত্রা যোগ করবে।’

নিজের উদ্যোগে গানটি করেছেন ইমরান। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান গানটি প্রকাশ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। কিন্তু ইমরান কোনো প্রতিষ্ঠানকে গানটি দিতে রাজি হননি। তিনি বলেন, ‘এই গানের প্রতি আমার অন্য রকম আবেগ কাজ করেছে। তাই চেয়েছি, গানটা আমার কাছেই থাকুক।’

রিয়েলিটি শো ‘চ্যানেল-আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে গানের জগতে আগমন ইমরানের।